এক্সপ্লোর
সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জির প্রাপ্তি স্বীকার, পাপ্পু যাদবকে চিঠি অমিত শাহের, আবেদন পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকে
বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর এক মাস পরও তাঁর আত্মহত্যার ঘটনা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখার চেষ্টার কোনও খামতি রাখছে না মুম্বই পুলিশ।

নয়াদিল্লি: বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর এক মাস পরও তাঁর আত্মহত্যার ঘটনা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখার চেষ্টার কোনও খামতি রাখছে না মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও প্রাক্তন সহ শিল্পী এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তিত্বদের বয়ান রেকর্ড করেছে তারা।
যদিও অনেক রাজনৈতিক নেতা ও সেলিব্রিটি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। এবার এই সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন সাংসদ তথা জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবকে পাঠানো চিঠিতে সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাঁর সিবিআই তদন্তের দাবিতে আবেদনের প্রাপ্তি স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিহারের প্রাক্তন সাংসদ। চিঠিতে জানানো হয়েছে যে, সিবিআই তদন্তের আর্জির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার সিবিআই তদন্তের দাবি সংক্রান্ত অনুরোধ গত ১৬ জুন পাওয়া গিয়েছে। যেহেতু এই আর্জির বিষয়বস্তু ডিপার্টমেন্ট অফ পার্সোলেন অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-র আওতাধীন, তাই সেই আর্জি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
সুশান্ত সিংহ রাজপুত গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তরতাজা এই অভিনেতার মাত্র ৩৪ বছরে ওই চরম পদক্ষেপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তারকার অপমৃত্যুতে বলিউডে বহিরাগত ও স্বজপোষন বিতর্ক তীব্রতর হয়।
প্রয়াত অভিনেতার অনুরাগীদের একাংশ সলমন খান , কর্ণ জোহর, আলিয়া ভট্ট ও অন্যান্য কয়েকজনকে নিশানা করেন। তাঁদের দাবি, নির্লজ্জ স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের টিঁকে থাকাই কঠিন হয়ে উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement
