এক্সপ্লোর
আগামী বছরের শুরুতে ছেলের বিয়ের কথা ছিল, জানালেন সুশান্তের বাবা, বললেন, রিয়াকে চেনেন না
তবে কৃতী শ্যাননের সঙ্গে ছেলের শেষকৃত্যে তাঁর দেখা হয়, সেখানে কৃতী তাঁর কাছে সুশান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

পটনা: ২০২১-এ বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তবে কাকে তিনি বিয়ে করতে যাচ্ছিলেন তা জানেন না তাঁর বাবা কেকে সিংহ। অঙ্কিতা লোখান্ডে ছাড়া ছেলের কোনও বান্ধবীর ব্যাপারেই তাঁর ধারণা নেই। এক সাক্ষাৎকারে কেকে সিংহ জানিয়েছেন, অল্প বয়সে খুব খোলামেলা ছিলেন সুশান্ত, সব কথা পরিবারের কাছে বলতেন। কিন্তু পরে চাপা স্বভাবের হয়ে যান। তাঁর মনের মধ্যে কী চলছিল তাই তিনি জানেন না। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে চেনেন তাঁর বাবা। শুধু মুম্বই নয়, পটনা এসেও তাঁদের সঙ্গে দেখা করেছেন অঙ্কিতা। ১৪ তারিখ সুশান্তের মৃত্যুর পরেও তাঁর মুম্বইয়ের বাড়ি এসে বাবা, দিদিদের সঙ্গে দেখা করেন তিনি। একমাত্র অঙ্কিতার সঙ্গে ছেলের সম্পর্কের কথাই কেকে সিংহ জানেন, বাকি বান্ধবীদের চেনেন না, চেনেন না সুশান্তের ‘শেষ বান্ধবী’ রিয়া চক্রবর্তীকে। তবে কৃতী শ্যাননের সঙ্গে ছেলের শেষকৃত্যে তাঁর দেখা হয়, সেখানে কৃতী তাঁর কাছে সুশান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একমাত্র ছেলের মৃত্যুতে বিধ্বস্ত বাবা জানিয়েছেন, ছেলের সঙ্গে বিয়ে নিয়ে কথা হয়েছিল তাঁর। সুশান্ত বলেছিলেন, করোনা চলছে, এখন বিয়ে করবেন না, তারপর একটা ছবি আসছে, তার কাজ শেষ হোক। তারপর ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিয়ে করে ফেলবেন। এটাই ছেলের সঙ্গে বিয়ে নিয়ে তাঁর শেষ কথা। কার সঙ্গে সুশান্তের বিয়ের কথা হচ্ছিল তা জানাননি তিনি। শুধু বলেছেন, আমরা বলেছিলাম, নিজের পছন্দমত মেয়েকে বিয়ে কর, কারণ তার সঙ্গে তোমায় জীবন কাটাতে হবে। রবিবার সুশান্তের পটনার বাড়িতে একটি প্রার্থনা সভার আয়োজন করে তাঁর পরিবার। তাতে যোগ দেন ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিংহ, অভিনেতা থেকে রাজনীতিক হওয়া মনোজ তেওয়ারি সহ অনেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















