এক্সপ্লোর
Advertisement
খেলার মোড় ঘুরবে, বললেন মৃত অভিনেতার দিদি, সুশান্তের মৃত্যুর আগের রাতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন রিয়া, দাবি প্রত্যক্ষদর্শীর
ওই নিউজ রিপোর্ট শেয়ার করে ইনস্টাগ্রামে শ্বেতা লিখেছেন, এটা সত্যিকারের ব্রেকিং নিউজ, গেম চেঞ্জার! প্রত্যক্ষদর্শী আছেন, যিনি দেখেছেন, ভাইয়ের সঙ্গে ১৩ তারিখ রাতে দেখা হয়েছিল রিয়ার!
মুম্বই: প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি ভাইয়ের মৃত্যু তদন্ত সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের রিপোর্ট শেয়ার করেছেন। তাতে দাবি করা হয়েছে, এক প্রত্যক্ষদর্শী ১৩ জুন রাতে রিয়া চক্রবর্তীকে সুশান্তের সঙ্গে দেখা করতে আসতে দেখেছিলেন। রিপোর্টটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, এবার খেলার মোড় ঘুরবে।
রিয়া বারবার দাবি করেছেন, তাঁর সঙ্গে সুশান্তের শেষ দেখা হয় ৮ জুন। এই বয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ বার করতে পারেনি মুম্বই পুলিশ। মৃত্য়ুর আগে রাতে তিনি পার্টির আয়োজন করেছিলেন বলে যে খবর শোনা যাচ্ছিল, তাও ভুয়ো বলে বাতিল হয়ে যায়। কিন্তু বিজেপির মুম্বই সম্পাদক বিবেকানন্দ গুপ্ত দাবি করেছেন, এক প্রত্যক্ষদর্শী সাক্ষী আছেন, সুশান্তের সঙ্গে ১৩ তারিখ রাতে রিয়ার দেখা হয়েছিল। বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করছে।
ওই নিউজ রিপোর্ট শেয়ার করে ইনস্টাগ্রামে শ্বেতা লিখেছেন, এটা সত্যিকারের ব্রেকিং নিউজ, গেম চেঞ্জার! প্রত্যক্ষদর্শী আছেন, যিনি দেখেছেন, ভাইয়ের সঙ্গে ১৩ তারিখ রাতে দেখা হয়েছিল রিয়ার! ১৩ তারিখ রাতে ঠিক কী ষড়যন্ত্র হয়েছিল, যে ভাইকে পরদিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেল?
বিবেকানন্দ গুপ্ত বলেছেন, ওই প্রত্যক্ষদর্শী তাঁকে বলেন, রিয়া-সুশান্তকে এক সঙ্গে দেখেছেন তিনি। ১৩ তারিখ রাতে এক বড় রাজনীতিকের জন্মদিন ছিল, এ নিয়ে আর এক রাজনীতিক টুইটও করেন, প্রশ্ন করেন, কীভাবে তাঁরা লকডাউনে পার্টি দিচ্ছেন? অর্থাৎ ওই মন্ত্রী জানতেন, পার্টি হচ্ছে, পার্টিতে কারা কারা ছিলেন। প্রত্যক্ষদর্শী তাঁকে বলেছেন, রাত দুটো থেকে তিনটের মধ্যে সুশান্ত রিয়াকে তাঁর বাড়ি পৌঁছে দিতে যান। অর্থাৎ রিয়া যে বলছেন, ৮ তারিখ তাঁর সুশান্তের সঙ্গে শেষ দেখা হয়, তা ঠিক নয়। ১৪ তারিখ সকালে সুশান্তকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে বিবেকানন্দ গুপ্তর দাবি। তিনি বলেছেন, এ ব্যাপারে যাবতীয় তথ্য তিনি টুইট করেছেন, তদন্তকারী সংস্থাগুলির বিষয়টি দেখা উচিত। সিবিআই ডাকলেই তিনি যাবেন ও ওই প্রত্যক্ষদর্শীর পরিচয় জানাবেন তাদের। কিন্তু মুম্বই পুলিশকে কোনও তথ্য দেবেন না।
সুশান্ত মৃত্য়ু তদন্তের শুরু থেকেই রিয়া বলে এসেছেন, ৮ তারিখ তিনি সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান, সেদিনই তাঁদের শেষ দেখা হয়। সুশান্তের দিদি ডাক্তারের সঙ্গে কথা না বলেই সুশান্তের ওষুধ পাল্টে দিয়েছিলেন, এ নিয়ে ঝগড়া হয় তাঁদের দুজনের মধ্যে। এরপর বাড়ি ছেড়ে চলে যান তিনি।
ড্রাগ লেনদেনের অভিযোগে গত মাসের শুরুতে রিয়াকে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement