AAP News: 'অরবিন্দ কেজরিওয়ালের সহকারী থাপ্পড় ও লাথি মেরেছে, লাঠিপেটা করেছে', অভিযোগ AAP সাংসদেরই
Swati Maliwal Case: অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আপ সাংসদের বাড়িতে তাঁর বিবৃতি নথিভুক্ত করতে যান
নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালের সহকারী বিভাব কুমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। তাঁক শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। সাংসদের অভিযোগ, একাধিকবার তাঁর শরীরে আঘাত করা হয়েছে। এমনকী সংবেদনশীল জায়গাতেও তাঁকে আঘাত করা হয়েছে বলে বক্তব্য সাংসদের, এমনই খবর পুলিশ সূত্রের।
আপ সাংসদ তাঁর অভিযোগনামায় হেনস্থার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভাব কুমার তাঁক থাপ্পড়, লাথি মেরেছেন। লাঠি পেটাও করেছেন। পেটে আঘাত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে এতটাই হেনস্থা করা হয় যে তিনি তাঁকে ছেড়ে দিতে বলেন। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন ৩৯ বছরের এই সাংসদ এবং পুলিশে ফোন করেন। এমনই বিবৃতিতে জানিয়েছেন স্বাতী।
সোমবারই স্বাতী অভিযোগ করেছিলেন। AAP তা নিশ্চিতও করেছিল। যদিও তখন অফিসিয়ালি কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁর অভিযোগের ভিত্তিতে আজ কুমারের বিরুদ্ধে FIR দায়ের করে দিল্লি পুলিশ। একজন নারীর শালীনতা ক্ষুণ্ণ করা হয়েছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে কথা ও অঙ্গভঙ্গি বা কাজ করা এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ রয়েছে।
এরপরই অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আপ সাংসদের বাড়িতে তাঁর বিবৃতি নথিভুক্ত করতে যান। সেখানে প্রায় চার ঘণ্টা ছিল তদন্তকারী দল। রাজ্যসভার সাংসদের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেন। পরে স্বাতী সোশাল মিডিয়ায় লেখেন, তিনি আশা করছেন এ্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা খুবই খারাপ। এই ঘটনার ব্যাপারে পুলিশকে আমার বিবৃতি দিয়েছি। আমি আশা করছি, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। গত কয়েকদিন আমার খুব খারাপ যাচ্ছে। তাঁদের ধন্য়বাদ জানাচ্ছি যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন। আর যাঁরা আমার চরিত্র হনন করে বলছেন অন্য দলের কথায় একাজ করছি তাঁদেরও ঈশ্বর ভাল রাখুন।"
मेरे साथ जो हुआ वो बहुत बुरा था। मेरे साथ हुई घटना पर मैंने पुलिस को अपना स्टेटमेंट दिया है। मुझे आशा है कि उचित कार्यवाही होगी। पिछले दिन मेरे लिए बहुत कठिन रहे हैं। जिन लोगों ने प्रार्थना की उनका धन्यवाद करती हूँ। जिन लोगों ने Character Assassination करने की कोशिश की, ये बोला…
— Swati Maliwal (@SwatiJaiHind) May 16, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।