এক্সপ্লোর
নিগ্রহকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন, জানালেন তাপসী পান্নু
করিনা কপূরের রেডিও টক শোয় তাপসী জানিয়েছেন এ কথা।
![নিগ্রহকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন, জানালেন তাপসী পান্নু Taapsee Pannu reveals how she faces molester by giving befitting physical reaction নিগ্রহকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন, জানালেন তাপসী পান্নু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/30172653/taapsee-pannu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নিজের ওপর হওয়া যৌন উৎপীড়নের ঘটনা খোলামেলাভাবে জানালেন তাপসী পান্নু। একবার একজন তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তার আঙুল ধরে ফেলে মুচড়ে দেন তিনি। করিনা কপূরের রেডিও টক শোয় তাপসী জানিয়েছেন এ কথা।
তাপসী বলেছেন, তাঁদের গুরুদ্বার যাওয়ার রাস্তায় বেশ কয়েকটা দোকান ছিল, সেগুলোতে বাইরের লোকজন খাওয়াদাওয়া করত। এত ভিড় হত যে ধাক্কাধাক্কি লেগে যেত। তাঁর সঙ্গে কয়েকবার অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু একবার ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁর আগে থেকে মনে হয়, খারাপ কিছু ঘটতে পারে। মানসিকভাবে তৈরি হয়ে যান তিনি। তখনই বুঝতে পারেন, কেউ পিছন থেকে গায়ে হাত দিচ্ছে।
বারদুয়েক এমন ঘটতেই তাপসী ঘুরে দাঁড়িয়ে লোকটির আঙুল মুচড়ে দেন। এরপরই সে দ্রুত সরে যায় সেখান থেকে।
তাপসী এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের ওপর সাবাস মিঠু ছবিটি করছেন। মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)