Taj Hotel: তাজ হোটেলকে 'বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি', বাড়ল নিরাপত্তা
সংবাদসংস্থা আইএনএস-এর সূত্র অনুযায়ী, ইমেলটিতে উল্লেখ করা হয় যে, তাজ হোটেল ও বিমানবন্দরকে উড়িয়ে দেওয়া হবে।

মুম্বই: ভারত-পাকিস্তান সীমান্ত অশান্তির মধ্যেই তাজ মহল প্যালেস হোটেল এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হল মুম্বই পুলিশকে। শুক্রবার পাঠানো এই হুমকি-ইমেলের পরই দুই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে।
সংবাদসংস্থা আইএনএস-এর সূত্র অনুযায়ী, ইমেলটিতে উল্লেখ করা হয় যে, তাজ হোটেল ও বিমানবন্দরকে উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে দাবি করা হয়, ২০০১ সালের সংসদ হামলায় অভিযুক্ত আফজ়ল গুরুর সঙ্গে নাকি অন্যায় করা হয়েছিল। আফজল গুরুকে ওই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছিল। ইমেল পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ। বিমানবন্দর পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, এটি একটি ভুয়ো হুমকি। ঘটনার তদন্তে একটি এফআইআর দায়ের করে কাজ শুরু করেছে পুলিশ। হুমকিদাতাদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা সকলের মনে। ওই হামলায় তাজ হোটেলসহ একাধিক জায়গায় তাণ্ডব চালায় পাকিস্তানি জঙ্গিরা, প্রাণ হারিয়েছিলেন ১৬৪ জন, আহত হয়েছিলেন ৩০০-রও বেশি। নতুন করে পাওয়া এই হুমকির প্রেক্ষিতে আরও কড়া করা হয়েছে নিরাপত্তা, বিশেষ করে হাই-প্রোফাইল এলাকাগুলিতে। পুলিশ এই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Mumbai’s Chhatrapati Shivaji Maharaj International Airport and the Taj Mahal Palace Hotel received a bomb threat via email, citing the 'unjust' execution of terrorists Afzal Guru and Sevakku Shankar. The threat was sent to the Mumbai Airport Police’s official email ID. Security… pic.twitter.com/5Ed5KE2rCz
— IANS (@ians_india) May 17, 2025
তাজ হোটেল ও আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরে বাড়তি স্ক্যানিং ও নজরদারি চলছে। হোটেল অতিথিদের ব্যাগ তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও প্রস্তুত রাখা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, কোনও রকম ঝুঁকি না নিয়ে সমস্ত স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ১৩ মে, মহারাষ্ট্র সচিবালয়েও বোমার হুমকির একটি বেনামি ইমেল পাওয়া গিয়েছিল। অফিসাররা জানিয়েছিল, সোমবার সন্ধ্যায় একটি সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল যে ৪৮ ঘন্টার মধ্যে একটি বিস্ফোরণ ঘটবে। তবে, স্থানটি নির্দিষ্ট করা হয়নি। সতর্কতা পাওয়ার পর, পুলিশ দলগুলি মন্ত্রালয় কমপ্লেক্সে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে তদন্তের সময় কোনও সন্দেহজনক জিনিস বা চিহ্ন সনাক্ত করা যায়নি।






















