‘যে দায়িত্ব রাজ্যগুলি পালন করছে, তার ভূমিকা অনেক বড়’, 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দেশকে করোনা-মুক্ত করতে, দেশকে রক্ষা করতে সবাই লড়ছেন
নয়াদিল্লি: ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলির ভূমিকা প্রশংসনীয়।’ মন কি বাত অনুষ্ঠানে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যগুলির ভূমিকা প্রশংসনীয়। যে দায়িত্ব রাজ্যগুলি পালন করছে, তার ভূমিকা অনেক বড়। দেশকে করোনা-মুক্ত করতে, দেশকে রক্ষা করতে সবাই লড়ছেন। তিনি আরও বলেন, দেশজুড়ে নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে। দেশ এখন এক টিম হয়ে করোনার বিরুদ্ধে লড়ছে। কেন্দ্র-রাজ্য মিলেমিশে একসঙ্গে কাজ করছে। দেশের সব কোণে ওষুধ পৌঁছতে লাইফলাইন উড়ান শুরু হয়েছে। গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ব্যাঙ্কিং সেক্টরের কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। প্রধানমন্ত্রীর মতে, ‘এই মহামারীর বিরুদ্ধে লড়াই, আমাদের দৃষ্টিভঙ্গী পাল্টেছে। বাড়ির কাজের লোকের গুরুত্ব আমরা এখন বুঝছি। অত্যাবশ্যকীয় পরিষেবা, শ্রমিক, অটো-রিকশচালক ছাড়া জীবন কতটা কঠিন। সাফাইকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। জনমানসে পুলিশের ভূমিকা এখন অনেক বেশি সদর্থক।