PM Modi: ১০০ দিন পূর্তি তৃতীয় মোদি সরকারের, কোনদিকে নজর? কী বললেন প্রধানমন্ত্রী?
Modi Government 100 Days: ১৭ সেপ্টেম্বর তৃতীয় মোদি সরকারের ১০০ দিন পূর্ণ হল।
নয়াদিল্লি: ১০০ দিন পূর্ণ নরেন্দ্র মোদির তৃতীয় সরকারের। গতবারের থেকে এবার অনেকটা আসন কমেছে বিজেপির। শরিকদের কাঁধে ভর দিয়ে তৈরি হয়েছে তৃতীয় মোদি সরকার। সেই সরকারের ১০০ দিন পূর্তিতে মোদির মুখে শুধুই তৃতীয় সরকারের কাজের বিবরণ। ১০০ দিন পূর্তির দিনে নরেন্দ্র মোদি জানান, এই কদিনে দেশের উন্নতির জন্য কাজ করেছে তাঁর সরকার। দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে বলে দাবি করেন তিনি।
৯ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার প্রধানমন্ত্রী পদে বসে তিনি ছুঁয়েছেন জওহরলাল নেহরুর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও।
সোমবার গুজরাতের গাঁধীনগরে গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট-এর চতুর্থ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এই কেন্দ্রীয় সরকারের প্রথম ১০০ দিনে আপনারা দেখতে পেয়েছেন আমরা কোথায় অগ্রাধিকার দিয়েছি, আমাদের গতি কী রয়েছে। দেশের দ্রুতগতিতে উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি সব ক্ষেত্রে নজর দিতে।' মোদি জানান, শুধু ভারতীয়রা নয়, বিশ্বের সবাই মনে করে একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় বাজি ভারত।
১৭ সেপ্টেম্বর ১০০ দিন পূর্ণ করল কেন্দ্রীয় সরকার। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তৃতীয় মোদি সরকারের ১০০ দিন পূর্তি এবং মোদির জন্মদিন এবার একই দিনে পড়েছে। তৃতীয় মোদি সরকারের ১০০ দিনের পূর্তি পালন করতে বিভিন্ন মন্ত্রকের তরফে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
ANI প্রতিবেদন সূত্রের খবর, এই ১০০ দিনে ৩ লক্ষ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মূলত রাস্তা, রেল, বন্দর এবং বিমান যোগাযোগের দিকে নজর দেওয়া হয়েছে। এই সরকারের আমলেই মহারাষ্ট্রে Wadhavan Mega Port-এর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, বিশ্বের প্রথম ১০টি বন্দরের মধ্যে একটি হতে চলেছে এটি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের অধীনে ২৫০০০ গ্রামকে জোড়ার জন্য ৬২৫০০ কিলোমিটার রাস্তা ও সেতু তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য কেন্দ্র ৪৯০০০ কোটি টাকা অনুমোদন করেছে।
এছাড়া লাদাখ ও হিমাচল প্রদেশের সংযোগের জন্য Shinkhun-La Tunnel-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আটটি ন্য়াশনাল হাই-স্পিড রোড তৈরির প্রকল্পেও শিলমোহর দেওয়া হয়েছে। এএনআই প্রতিবেদন সূত্রের খবর, আটটি নতুন রেললাইন প্রকল্পে হাত দেওয়া হচ্ছে। আগাত্তি ও মিনিকয়ে নতুন এয়ারস্ট্রিপ তৈরি, বাগডোগরায় সিভিল এনক্লেভ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে