Shorts app : টিকটককে টক্কর দিচ্ছে ইউটিউবের শর্টস, দিনে দর্শক ৬৫০ কোটি !
একবছরের মধ্যেই হয়ে উঠেছে প্রতিযোগী। টিকটক ভিডিয়ো অ্যাপকে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে ইউটিউবের শর্টস অ্যাপ। প্রতিদিনই বেড়ে চলেছে ভিউয়ারশিপ। কোম্পানি দাবি করছে, মার্চে অ্যাপে ৬৫০ কোটি দর্শক ঢুকেছে প্রতিদিন।
নয়াদিল্লি : একাধিপত্যের দিন শেষ! ছোট ভিডিওর দর্শকের সংখ্যায় এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল চিনা অ্যাপ টিকটক। এবার 'ড্রাগনের ডেরায়' থাবা বসাল ইউটিউবের শর্টস অ্যাপ।
একবছরের মধ্যেই হয়ে উঠেছে প্রতিযোগী। টিকটক ভিডিও অ্যাপকে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে ইউটিউবের শর্টস অ্যাপ। প্রতিদিনই বেড়ে চলেছে ভিউয়ারশিপ। কোম্পানি দাবি করছে, মার্চে অ্যাপে ৬৫০ কোটি দর্শক ঢুকেছে প্রতিদিন। যা কোম্পানির কাছে একটা বিশাল পাওনা। ২০২০ সালের শেষে এই সংখ্যাটা ছিল দিনে ৩৫০ কোটি। যা এককথায় মাইলস্টোন।
ভারতের বুকে ইউটিউব শর্টস অ্যাপের হাঁটা শুরু ২০২০ সালের সেপ্টেম্বরে। ইউটিউব এই অ্যাপে নিয়ে আসে নতুন ভিডিও ফিচার। প্রথম থেকেই টিকটকের আদলে ভিডিও এক্সপিরিয়েন্স শেয়ার করে শর্টস। যেখানে কম সময়ের ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারেন আপলোডাররা। এ ক্ষেত্রে সৃষ্টিশীল ভিডিও তৈরি করতে কেবল মোবাইল ফোন হলেই চলে।
কোম্পানির দাবি, প্রতি মাসে এই ক্রিয়েটিভ অ্যাপে লগ ইন করে ২০০ কোটি মানুষ। প্রতি ঘণ্টার হিসেবে দর্শক সংখ্যা দেখলে চমকে যাবেন অনেকেই। প্রতিদিন এই অ্যাপে ১০০ কোটি ঘণ্টার ভিডিও দেখেন দর্শকরা। ইতিমধ্যেই গুগলের মালিকানাধীন এই কোম্পানিতে উৎসাহ দেখিয়েছেন বিজ্ঞাপনদাতারা। ইউটিউবের মতে, তাদের এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন অ্যাডভার্টাইজাররা।
কোম্পানির মতে, শর্টস অ্যাপের মাধ্যমে ইউটিউবের ব্যবসাও অনেকটাই বেড়েছে। টিভি থেকে মুখ ফিরিয়ে এখন ভিডিও কনটেন্টের দিকে ঝুঁকছে বিশ্ব। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা বড় প্ল্যাটফর্ম শর্টস অ্যাপ। কোম্পানির দাবি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চেই ৬০০ কোটি টাকার অ্যাডভার্টাইজিং রেভিনিউ পেয়েছে ইউটিউব। যা বেড়েছে ৪৯ শতাংশ।
সম্প্রতি ইউটিউবে ভিডিও কনটেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। সেই বিষয়ে সতর্ক হয়েছে কোম্পানি। এবার থেকে নিজেদের স্বচ্ছতার রিপোর্ট তৈরি করতে আরও এক সূচক যোগ করেছে ইউটিউব। যেখানে বলা হয়েছে, এবার থেকে 'ভায়োলেটিভ ভিউ রেট' তৈরি করবে ইউটিউব। যে ভিডিওগুলি কোম্পানির পলিসি মানেনি, তাদের 'ভিউয়ারশিপ অ্যাভেরেজ' তৈরি করা হবে।