এক্সপ্লোর
Advertisement
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না, জানাল টিকটক
সোমবার রাতে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে টিকটক, উইচ্যাট, শিন, ক্লাব ফ্যাক্টরি, ইউসি ব্রাউজারের মত ভারতে জনপ্রিয় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। গুগল বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, গুগল প্লে স্টোর থেকে এই ৫৯টি অ্যাপই ব্লক করবে তারা।
কলকাতা: শোনা যাচ্ছিল, নিষেধাজ্ঞা জারি করার জন্য ভারত সরকারের বিরুদ্ধে মামলা করবে চিনা অ্যাপ টিকটক। কিন্তু ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটি যাবতীয় জল্পনা অস্বীকার করেছে, তাদের দাবি, আইনি কোনও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা তাদের নেই।
কয়েকটি অনলাইন পত্রিকা দাবি করে, ভারতে যেভাবে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে,টিকটক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু টিকটকের মুখপাত্র বলেছেন, তাঁরা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাদের উদ্বেগের কারণ খুঁজতে চান। ভারত সরকারের সব আইনকানুন মেনে কাজ করেন তাঁরা। গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা করা তাঁদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টিকটক ভারতীয় শাখার প্রধান নিখিল গাঁধী মঙ্গলবার বলেন, সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সঙ্গে তাঁদের দেখা করতে বলা হয়েছে, যাতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেন তাঁরা। সমস্যা মেটাতে তাঁরা সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সোমবার রাতে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে টিকটক, উইচ্যাট, শিন, ক্লাব ফ্যাক্টরি, ইউসি ব্রাউজারের মত ভারতে জনপ্রিয় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। গুগল বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, গুগল প্লে স্টোর থেকে এই ৫৯টি অ্যাপই ব্লক করবে তারা। অ্যাপল অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement