Most Influential People : শাহরুখ থেকে রাজামৌলি, বিশ্বের বর্ষসেরা শত প্রভাবশালীর তালিকায় যে তারকারা
Shah Rukh Khan : ২০২৩ সালের টাইম ১০০ রিডার পোলে জিতেছেন শাহরুখ খান। মোট ভোটের ৪ শতাংশ তথা ১.২ মিলিয়ন ভোট পড়েছে শাহরুখ খানের পক্ষে।
![Most Influential People : শাহরুখ থেকে রাজামৌলি, বিশ্বের বর্ষসেরা শত প্রভাবশালীর তালিকায় যে তারকারা Time Most Influential People 2023 Shah Rukh Khan SS Rajamouli in the list know details Most Influential People : শাহরুখ থেকে রাজামৌলি, বিশ্বের বর্ষসেরা শত প্রভাবশালীর তালিকায় যে তারকারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/148220e48170343cce811f8d346a9d95168144482328575_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : শাহরুখ খান থেকে এসএস রাজামৌলি। সলমান রুশদি, জো বাইডেন, ইলন মাস্ক। বিশ্বের বর্ষসেরা প্রভাবশালী একশো জনের তালিকায় স্থান পেলেন তারকারা। টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের সবথেকে প্রভাবশালী একশো জনের তালিকায় স্থান পেয়েছেন একাধিক তারকা। শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রোফাইল প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন তাঁর মতামত রেখেছেন। একসঙ্গে চারটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। অন্যদিকে, এসএস রাজামৌলি (SS Rajamouli) প্রসঙ্গে তাঁর মন্তব্য রেখেছেন আলিয়া ভট্ট। পাশাপাশি ২০২৩ সালের টাইম ১০০ রিডার পোলে জিতেছেন শাহরুখ খান। মোট ভোটের ৪ শতাংশ তথা ১.২ মিলিয়ন ভোট পড়েছে শাহরুখ খানের পক্ষে।
শাহরুখের প্রসঙ্গে বক্তব্যে দীপিকা লিখেছেন, 'ব্যক্তিগতভাবে যাঁরা শাহরুখকে চেনেন তাঁদের পক্ষে ১৫০ শব্দের মধ্যে মতামত জানানটা খুব মুশকিল। ব্যক্তিত্ব, মানুষ হিসেবে শাহরুখ অনন্য। বিশ্ব ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অভিনেতা হিসেবে পরিচিত তো হবেনই শাহরুখ। তবে মানুষ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে মানুষকে ভালবাসার নিরীখে ও আরও অনেক কারণে শাহরুখ অনন্য।' এদিকে, সদ্য অস্কারজয়ী আরআরআর সিনেমার পরিচালক এসএস রাজামৌলি প্রসঙ্গে আলিয়া ভট্ট লিখেছেন, 'বাহুবলি ২ সিনেমার সময় প্রথমবার দেখা হয়েছিল ওঁর সঙ্গে। সামনাসামনি দেখার ঘোর বজায় থেকেছে যখনই ওঁর সিনেমা দেখতে বসেছি। ওঁর সঙ্গে কাজ করতে পারা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই মুহূর্ত'। প্রসঙ্গত, রাজামৌলির পরিচালিত আরআরআর সিনেমাতে অভিনয় করেছেন আলিয়া।
টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৩ সালের সেরা ১০০ প্রভাবশালীদের তালিকায় রয়েছেন শাহরুখ, রাজামৌলিদের সঙ্গে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটারের মালিক ইলন মাস্ক। সিরিয়ায় জন্মানো সারা মার্দানি, সমাজসেবী ইয়ুসরা মার্দানি থেকে রুপোলি পর্দার তারকা বেলা হাডিড। গায়ক বিয়োন্সেও। লেখক সলমন রুশদি থেকে টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ পদ্ম লক্ষ্মী রয়েছেন সেই তালিকায়।
View this post on Instagram
আরও পড়ুন- এই সরকারি প্রকল্প দিচ্ছে ৭.৪ শতাংশ সুদ, মাসে উপার্জনের সুবিধা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)