এক্সপ্লোর
Advertisement
উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় এই বিষয়গুলি ভুললে চলবে না...
গ্রামার সেকশনের প্রশ্নও যেহেতু পাঠ্যবই নির্ভর, তাই তা পড়তে হবে খুঁটিয়ে। আর্টিকল ও প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে আসে। সেখানে হয়ত অনেক উত্তরই ভুল নয়, কিন্তু পরীক্ষার্থীর থেকে আশা করা হয়, টেক্সট বুকে ব্যবহৃত আর্টিকল বা প্রিপোজিশনই লিখবে তারা।
কলকাতা: বাংলা পরীক্ষা শেষ। এবার কোমর বেঁধে ইংরেজি পরীক্ষার প্রস্তুতি। হাতে আর মাত্র একটাই দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে এই অল্প সময়েই। শিক্ষক-শিক্ষিকারা বলছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন নির্ভর করে যাওয়া কখনই ঠিক নয়। দরকার সারা বছরের পড়াশুনো। বালিগঞ্জ শিক্ষা সদন বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা সৌম্যা দের পরামর্শ, বেছে বেছে পড়া নয়। এক্কেবারে বিস্তারিত পড়ে গেলেই আসবে সাফল্য।
উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্রে দুটি ভাগ থাকে।
প্রথম ভাগে গদ্য, পদ্য ও নাটকের উপর বড় উত্তরধর্মী প্রশ্ন থাকে। সেখানে পাঠ্যবই খুঁটিয়ে পড়ার বিকল্প নেই। ভাল করে নজর রাখতে হবে আগের বছরের প্রশ্নের ধরনটি। গদ্যের লেখকের নাম, নামকরণের সার্থকতা, প্রতিটি চরিত্রের বিশ্লেষণ করে পড়া দরকার। প্রতিটি লাইনই পড়তে হবে খুঁটিয়ে। পদ্যের ক্ষেত্রেও বুঝে পড়া আবশ্যক। নোট মুখস্থ করে পড়়া নয়, পদ্যের বোধে আত্মীকরণ জরুরি।
পার্ট এ-তে ৬ নম্বরের প্রশ্নগুলি ক্ষেঙেও আসে অনেক ক্ষেত্রে। সেই উত্তর লিখতে খুঁটিয়ে পড়া ও ‘টু দ্য পয়েন্ট’ লেখা আবশ্যক।
ড্রামা বা নাটক থেকে বড় প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রেও পুরো নাটক খুঁটিয়ে পড়া, বানান খেয়াল রাখা, বিভিন্ন আঙ্গিক থেকে বিশ্লেষণ করা আবশ্যক।পরীক্ষার্থীকে বুঝতে হবে কতটুকু উত্তর লিখতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পরিমিতিবোধ থাকা আবশ্যক।
আগে থেকেই বারবার লিখে পড়ার উপর জোর দিচ্ছেন শিক্ষিকা সৌম্যা দে।
ইংরেজির প্রশ্নপত্রের পার্ট বিতে থাকে এমসিকিউ ও ছোট উত্তরধর্মী ধরনের প্রশ্ন। শর্ট কোয়েশ্চেনে ১ থেকে ২টি বাক্যেই লিখতে হবে উত্তর।
গ্রামার সেকশনের প্রশ্নও যেহেতু পাঠ্যবই নির্ভরই, তাই তা পড়তে হবে খুঁটিয়ে। আর্টিকল ও প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে আসে। সেখানে হয়ত অনেক উত্তরই ভুল নয়, কিন্তু পরীক্ষার্থীর থেকে আশা করা হয়, টেক্সট বুকে ব্যবহৃত আর্টিকল বা প্রিপোজিশনই লিখবে তারা।
‘কারেক্ট দ্য এরর’ সেকশনের জন্যও টেক্সট পড়তে হবে।
আনসিনে প্যসেজ পড়তে হবে ভাল হবে, উত্তর লিখতে হবে নিজের ভষায়। তাই যার ভোকাবিউলরি যত পোক্ত, তার উত্তর ততটা ভাল হবে।
লেটার, প্রেসি, রিপোর্ট লেখার ক্ষেত্রে বিষয়বস্তুর পাশাপাশি ফর্ম্যাটেও জোর দিতে হবে।
ছাত্রছাত্রী নিজের পছন্দমতো সেকশনের উত্তর আগে করতেই পারে, তবে সব মিলিয়ে-মিশিয়ে ফেললে চলবে না। সেকশন মেনে উত্তর করা জরুরি। আর নির্ধারিত শব্দসংখ্যার মধ্যেই শেষ করতে হবে উত্তর।
Education Loan Information:
Calculate Education Loan EMI
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement