UK Election Results : ব্রিটেনে ধরাশায়ী কনজারভেটিভরা, হার মানলেন সুনক, প্রধানমন্ত্রীর কুর্সিতে এবার স্টার্মার
UK Election Results 2024 ১৪ বছর পর পালাবদলের পথে ব্রিটেন, ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি।
নয়া দিল্লি : লাল ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল 'রক্ষণ'। ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা। হার স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। ১৪ বছর পর পালাবদলের পথে ব্রিটেন, ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।
এখনও চলছে ভোটগণনা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন ৬৫০। ম্যাজিক ফিগার ৩২৬। অধিকাংশ এক্সিট পোলের সমীক্ষাতেই পূর্বাভাস ছিল, কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি ১৪ বছরের কনজারভেটিভ শাসনে ইতি টানতে চলেছে প্রায় তিনগুণ আসন নিয়ে।
শুক্রবার সকালে ভোটের ফলে ট্রেন্ড বুঝতেই পরাজয় কার্যত মেনে নেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক । প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির স্টার্মারকে শুভেচ্ছা জানান তিনি। ঋষি বলেন, ব্রিটেনের মানুষ খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। নির্বাচনের ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। এই নিয়ে বিস্তারিত ভাবনা চিন্তা করা দরকার। সুনাক ইতিমধ্যেই জানিয়েছেন, ফলপ্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীত্ব ছাড়বেন তিনি। ভোটের ফলের ট্রেন্ড বুঝেই পরাজয় স্বীকার নেন ঋষি সুনক। তিনি কনজারভেটিভ দলের সমর্থকদের উদ্দেশে বলেন, লেবার পার্টি নির্বাচনে জয় লাভ করেছে। আমি কিয়ের স্টার্মারকে ফোন করে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আজই শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হবে। ... আমি দুঃখিত। আমি এই পরাজয়ের দায় স্বীকার করছি।'
জয় নিশ্চিত বুঝে স্টার্মার জাতির উদ্দেশে বক্তব্য রাখেন। বলেন ' আমাদের রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে হবে, দেখাতে হবে যে রাজনীতি মানুষের ভাল করার জন্য এক শক্তি। '
বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয়েছে ব্রিটেনে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে গণনা। শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যায় আগামী পাঁচ বছরের জন্য ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন অন্য কেউ। ১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের সঙ্কেত মেলে।
ভারতে এবার লোকসভা নির্বাচনে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা ওলট পালট হয়ে গিয়েছে। কিন্তু ব্রিটেনে বুথ ফেরত সমীক্ষা অনেকটাই মিলে গেল গণনা শুরু হতেই। বেশ কয়েকটি জনমত সমীক্ষার পূর্বাভাস ছিল, এবছর লেবার পার্টি ৪০০ পার করবে। আর ঋষি সুনাকের নেতৃত্বে কনজারভেটিভরা ১০০-র নিচে নেমে যাবে।
আরও পড়ুন :