Rishi Sunak : "আমি দুঃখিত, হারের দায় নিচ্ছি" : ঋষি সুনক
UK General Elections : পরাজয়ের ইঙ্গিত পেতেই এদিন রিচমণ্ড ও উত্তর অ্যালার্টনে নিজের সমর্থকদের সামনে বক্তব্য রাখেন সুনক...
লন্ডন : পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। কারণ, ব্রিটেনে এদিন সাধারণ নির্বাচনের ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, বিরোধী শিবির লেবার পার্টি ইতিমধ্যেই ৩০০ আসনে (এই প্রতিবেদন লেখার সময়) জয়লাভ করে ফেলেছে। অন্যদিকে, সুনকের কনজারভেটিভ পার্টি ৬১টি আসনে এগিয়ে।
এই পরিস্থিতিতে এদিন রিচমণ্ড ও উত্তর অ্যালার্টনে নিজের সমর্থকদের সামনে বক্তব্য রাখার সময় সুনক বলেন, "এই নির্বাচন জিতে নিয়েছে লেবার পার্টি। স্যার কিয়ের স্টার্মারকে জয়লাভের অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলাম। আজ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপরায়ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে। দুই পক্ষেই থাকবে সদিচ্ছা। এটা এমন একটা ব্যাপার যা আমাদের দেশের স্থায়িত্ব ও ভবিষ্যতের বিষয়ে আস্থা জোগাবে। আমি দুঃখিত। এই পরাজয়ের দায় নিচ্ছি।"
হেড অফ দ্য স্টেট রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন সুনক। এরপর রাজা সংসদের বৃহত্তম দলের নেতা হিসাবে স্টার্মারকে সরকার গঠনের জন্য বলবেন। একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে ব্রিটেনে শাসনক্ষমতা গ্রহণ করতে চলেছে লেবার পার্টি। মন্থর অর্থনীতি, জনসাধারণের পরিষেবাগুলিকে চালিয়ে যাওয়া এবং যে জীবনযাত্রার মান হ্রাস হয়ে আছে তা তোলার মতো বিষয়গুলি থাকবে স্টার্মারের সামনে। মূলত এই বিষয়গুলিতেই কনজারভেটিভ শাসনের পতন হল বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
গতবারের থেকে প্রায় তিনগুণ বেশি আসন নিয়ে কনজারভেটিভ শাসনে ইতি টানতে চলেছে লেবার পার্টি। কিয়ের স্টার্মার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পরই তাঁর সামনে একাধিক আন্তর্জাতিক ইস্যুও থাকবে। একাধিক কূটনেতিক ইস্যুকে সামাল দিতে হবে তাঁকে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডে ও ইউরোপিয় নেতাদের সঙ্গে তাঁর বৈঠক থাকবে। স্টার্মারের বিদেশ নীতির অন্যতম চর্চিত বিষয় থাকবে ভারত-ব্রিটেনের সম্পর্ক।
২০১০ সাল থেকে ক্ষমতাচ্যুত ছিল লেবার পার্টি। ফের ক্ষমতা দখল। অথচ, শেষ মুহূর্তে ক্ষমতা ধরে রাখার জন্য ভোটারদের একাধিক বিষয় বোঝানোর চেষ্টা করেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। কনজারভেটিভদের হারিয়ে লেবারকে ক্ষমতায় আনলে কর বাড়ার আশঙ্কা রয়েছে বলেও প্রচার করা হয়। যদিও ভোটের ফলাফলে দেখা যাচ্ছে সুনকের সেই বার্তায় কান দেয়নি ব্রিটেনবাসী।
আরও পড়ুন ; ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে কিয়ের স্টার্মার, ভারতের লাভ না ক্ষতি ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।