এক্সপ্লোর
Hathras Satsang Stampede: ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লাখের সমাবেশ ! কোভিডকালে 'ভোলেবাবা'র বেনিয়মের কার্তি মনে পড়ে?
পুলিশের দাবি, পুণ্যার্থীদের সংখ্যা গোপন করার পাশাপাশি, পদপিষ্ট হওয়ার পর তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেন আয়োজকরা।
ধর্মগুরু 'ভোলেবাবা'
1/10

মঙ্গলবার মুঘলগড়ির ফুলরাই গ্রামে ভোলে বাবা নামে একজন ধর্মগুরু সৎসঙ্গের আয়োজন করেছিলেন। সেখানেই ঘটে গেল এক ভয়াঙ্কর মৃত্যুলীলা। ধর্মগুরুর পায়ের ধুলো নিতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
2/10

দর্শকের আসনে বেশির ভাগই ছিলেন মহিলা ও শিশু। অনুষ্ঠান শেষ হতেই তাঁরা উদ্বেল হয়ে ছুটতে শুরু করেন। যেনে ৮০ হাজার ভক্তের জমায়েত হওয়ার কথা ছিল, সেখানে আড়াই লাখ ভক্তের ভিড় নাকি হয়েছিল সেখানে। ধর্মগুরুর দিকে এগোল জনস্রোত।
Published at : 03 Jul 2024 11:16 AM (IST)
আরও দেখুন






















