Madan Mitra on Kamarhati : কামারহাটির ৯৮টি গ্রুপ সারা রাজ্যে ত্রাণ বিলি করছে, ফেসবুক লাইভে বললেন মদন
ফেসবুক লাইভে মদন মিত্র জানালেন, কামারহাটির ৯৮টি গ্রুপ সারা রাজ্যে ত্রাণ বিলি করছে। এই গ্রুপগুলির আমি খতিয়ান দিতে পারি।
কামারহাটি : ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ। গড় পুনরুদ্ধারের পর কামারহাটিতে উন্নয়নমূলক কাজে নেমে পড়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ফেসবুক লাইভে এই সংক্রান্ত খতিয়ান তুলে ধরলেন মদন।
বললেন, রেশনের কায়দায় এবার থেকে লোকের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে। এটা করছে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি। কবরখানা ভেঙে গিয়েছিল, জল ছিল না- সেটাও সোসাইটি করে দিয়েছে। কামারহাটিতে আমরা একটা চারতলার লাইব্রেরি করে দিয়েছি। তিনটি পার্ক করেছি। কামারহাটি ফুটবল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ৫০০ ক্লাবকে চারটি করে ফুটবল দেওযা হয়েছে। সবের পিছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া সম্প্রতি ইয়াসের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের তরফে ত্রাণ বিলি করা হয়। ফেসবুক লাইভে মদন মিত্র জানালেন, কামারহাটির ৯৮টি গ্রুপ সারা রাজ্যে ত্রাণ বিলি করছে। এই গ্রুপগুলির আমি খতিয়ান দিতে পারি। কামারহাটির ছেলেরা গঙ্গাসাগরেও পৌঁছে গিয়েছে। এটা নিয়ে একটা কাগজ বের করব এবং তা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সরকারি টাকায় ত্রাণ দেওয়া হয়নি। যে যা পেরেছে সেই অনুযায়ী ত্রাণ দিয়েছে। কেউ একটা কুমড়ো দিয়েছে, তো কেউ পাঁচ কেজি চাল। গত পরশু থেকে একসঙ্গে ২১ জায়গায় মা ক্যান্টিন শুরু হয়েছে।
কামারহাটির মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তিনি যোগাযোগের তিনটি নম্বরও দেন। নম্বরগুলি হল-9903389111,9903378111 & 842066666। এই নম্বরগুলিতে ফোন করে যা সাহায্য চাওয়া হবে তা করার আশ্বাস দেন মদন। প্রশংসা করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারদের। বলেন, আমরা একটা সেফ হোম করেছিলাম। গতকাল খবর পেলাম সেখানে ৮৬ জন ভর্তি। ৪৬ জন গুরুতর অসুস্থ রোগী ছিলেন। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারদের কোনও তুলনা নেই। এছাড়া আমরা অক্সিজেন পার্লার খুলেছিলাম। এখনও অবধি ২২০০-রে বেশি মানুষ অক্সিজেন পার্লারে অক্সিজেন পেয়েছেন।