Sasikala Quits Politics:তামিলনাড়ুতে ভোটের আগে রাজনীতি ছাড়লেন শশীকলা
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলা চার বছরের সাজার মেয়াদ শেষে গত ২৮ জানুয়ারি জেলের বাইরে আসেন। এরপরই জল্পনা চলছিল যে, রাজ্যের আসন্ন নির্বাচনে তিনি ক্ষমতাসীন এআইএডিএমকে ও বিরোধী ডিএমকে-র বিরুদ্ধে লড়াই করবেন।
চেন্নাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি ছাড়লেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী ভিকে শশীকলা। আগামী ৬ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে রাজনীতি ছাড়ার ঘোষণা করে সবাইকে চমকে দিলেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা। রাজ্যে কোনওভাবেই যাতে স্ট্যালিনের নেতৃ্ত্বাধীন ডিএমকে ক্ষমতায় না আসে, এই আর্জি জানিয়ে শশীকলা রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলা চার বছরের সাজার মেয়াদ শেষে গত ২৮ জানুয়ারি জেলের বাইরে আসেন। এরপরই জল্পনা চলছিল যে, রাজ্যের আসন্ন নির্বাচনে তিনি ক্ষমতাসীন এআইএডিএমকে ও বিরোধী ডিএমকে-র বিরুদ্ধে লড়াই করবেন। যদিও এতদিন তিনি নিজের অবস্থান স্পষ্ট করেননি। এবার রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন তিনি।
৩ মার্চ লেখা চিঠিতে শশীকলা বলেছেন, তিনি কখনওই ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না। এমনকি জয়ললিতা যখন জীবিত ছিলেন, তখনও না। তিনি লিখেছেন, আমি রাজনীতি ছাড়ছি। কিন্তু তাঁর দল যেন জয়ী হয় এবং তাঁর উত্তরাধিকার যাতে অব্যাহত থাকে, সেই প্রার্থনা করছি।
শশীকলা লিখেছেন, এআইএডিএমকে-র সমস্ত সমর্থকদের আমাদের পুরাতচি থালাইভি-র প্রতিপক্ষ ডিএমকে-র বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে এবং রাজ্যে আম্মা সরকার গড়তে হবে। আমার ও আক্কার প্রতি ভালোবাসার জন্য সমস্ত সমর্থকদের কৃতজ্ঞতা জানাই।
শশীকলা আরও লিখেছেন, আমি কখনওই ক্ষমতা, কর্তৃত্ব বা টাকাপয়সার প্রত্যাশা করিনি। আমি আম্মার অনুরাগী ও তামিলনাড়ুর জনগনের প্রতি চিরকৃতজ্ঞ। আমি রাজনীতি ছাড়ছি। আমার সোনালী শাসন প্রতিষ্ঠিত হোক, এই প্রার্থনাই আমি জানাব।
এআইএডিএমকে-র ডেপুটি কোঅর্ডিনেটর কেপি মুনুস্যামি শশীকলার এই সিদ্ধান্ত সম্পর্কে বলেছেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত শশীকলার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তিনি ভোটের পরও রাজ্যে আম্মা সরকার প্রতিষ্ঠার কথাই বলেছেন।