TMC 21 July Rally : ২১ শের সকালে ভিক্টোরিয়া চিড়িয়াখানার পাশাপাশি SSKM দেখতেও ভিড় !
Get the latest West Bengal News and Live Updates: রাজ্য থেকে দেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

Background
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই (Shahid Diwas) রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক সুকান্তর (Sukanta Majumdar)।
সুকান্ত-শান্তনুদের সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারির পাল্টা মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব, হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। ওঁর মুখে মানায় না, কটাক্ষ তৃণমূলের।
ভোট-সন্ত্রাসের অভিযোগে এবার রাজপথে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সুকান্ত-শুভেন্দু-দিলীপ। অনুমতি না দিলেও আটকাল না পুলিশ (Police)।
জিতেও স্বস্তি নেই শাসকদলের। দলবদল নয়, নন্দীগ্রামের খেদামবাড়িতে জয়ী পঞ্চায়েত সদস্যদের শপথবাক্য পাঠ করাল তৃণমূল।
হাতে ফুলের তোড়া, গলায় তৃণমূলের উত্তরীয়। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, রেজিস্ট্রার! বিতর্কের মুখে না জানার সাফাই।
২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসা শুরু তৃণমূল নেতা-কর্মীদের। গীতাঞ্জলী স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্কে প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক।
সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিজেপির কেন্দ্রীয় দলের পাল্টা মণিপুরে তৃণমূল। ত্রাণ শিবির পরিদর্শন।






















