TMC Shahid Diwas Weather : গতবছর বৃষ্টিতে ভিজে বক্তৃতা করেছিলেন অভিষেক, এবারও কি ভিজবে সমাবেশ-মঞ্চ? কী বলছে আবহাওয়া দফতর?
TMC Shahid Diwas weather : ২১ জুলাই সমাবেশে এক সঙ্গে খুলবে অজস্র ছাতা। অর্ধেক ভিজেই মঞ্চের দিকে অধীর আগ্রহে চেয়ে রইবেন দর্শকরা। এ দৃশ্য সকলের চেনা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায়। দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এর প্রভাব। ঘুর্নাবর্ত রয়েছে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর থেকে ওড়িশা উপকূলের নিম্নচাপের এর উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।
একুশে জুলাই বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
২১ জুলাই সমাবেশে এক সঙ্গে খুলবে অজস্র ছাতা। অর্ধেক ভিজেই মঞ্চের দিকে অধীর আগ্রহে চেয়ে রইবেন দর্শকরা। এ দৃশ্য সকলের চেনা। গতবছর ছাতা সরিয়ে বৃষ্টিতে চুপচুপি ভিজে বক্তৃতা করেছিলেন অভিষেক। এবারও কি তার পুনরাবৃত্তি হবে ? এই একুশে জুলাইও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে শুক্রবার একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহবিদদের। বর্ষাকালের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে ২১ শের দুপুরেও ।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতেই পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস । বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাই বৃষ্টির ছিটের সঙ্গে সঙ্গে ঘামেও ভিজতে হবে । কলকাতা শহরে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৮৮ শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাক, আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার তাপমাত্রা ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
21-Jul | 27.0 | 32.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
22-Jul | 27.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
23-Jul | 28.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
24-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
25-Jul | 28.0 | 33.0 | NA | |
26-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
27-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |