এক্সপ্লোর
পুজোর ছুটিতে উটিতে: চোখ জুড়নো সবুজ আর ঢেউ খেলানো পাহাড়ের হাতছানি
যদি বলি, উটি....তাহলেই চোখের সামনে ভেসে ওঠে ‘কুইন অফ হিলস’, পাহাড়ের রানি। তামিলনাড়ুর পশ্চিমে নীলগিরি পাহাড়ের কোলে ভারতের অন্যতম সেরা শৈলশহর। সমুদ্রতল থেকে ২ হাজার ২৪০ মিটার উঁচুতে। চারিদিকে চোখ জুড়নো সবুজ আর ঢেউ খেলানো পাহাড়ের হাতছানি।

এক নদীর সঙ্গে দেখা হয়েছিল সিমলা থেকে মানালি যাওয়ার পথে। এবার দেখা হল মেঘবালিকার সঙ্গে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতুহলে- “এই ছেলেটা, নাম কি রে তোর?” আমি বললাম, “ফুসমন্তর !” মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী না, ফুসমন্তর নয়, তার নাম উদগমণ্ডলম। অনেকে ডাকেন উটকমণ্ড বলে। কিন্তু এই নামগুলো শুনে মনে হয় কেমন যেন অচেনা, অজানা.....। যদি বলি, উটি.... তাহলেই চোখের সামনে ভেসে ওঠে ‘কুইন অফ হিলস’, পাহাড়ের রানি। তামিলনাড়ুর পশ্চিমে নীলগিরি পাহাড়ের কোলে ভারতের অন্যতম সেরা শৈলশহর। সমুদ্রতল থেকে ২ হাজার ২৪০ মিটার উঁচুতে। চারিদিকে চোখ জুড়নো সবুজ আর ঢেউ খেলানো পাহাড়ের হাতছানি। যে কোনও সময় যেতে পারেন উটি। কারণ, সেখানে সারা বছরই শীতের ছোঁয়া। দারুণ দহণ দিনে অতি মনোরম। তবে উটি বেড়ানোর সেরা সময় যদি জানতে চান, তাহলে বলব- অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এবার পুজো তো অক্টোবরে। পুজোর ছুটিটা উটিতে কাটাতে চান? তাহলে আপনার জন্য রইল সব সুলুক সন্ধান। ভালোভাবে উটি ঘুরে দেখতে গেলে আপনার হাতে থাকতে হবে ৫ দিন ৪ রাতের একটা ছুটি। সেই ছুটিটা পেতে অসুবিধা হবে না, এই কথা মাথায় রেখেই এই ট্যুর প্ল্যান। কীভাবে যাবেন? ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটোর হয়ে খুব সহজেই পৌঁছনো যায় উটিতে। বিমান - পাহাড়ের রানির সব থেকে কাছের অন্তর্দেশীয় বিমানবন্দর কোয়েম্বাটোর। কোয়েম্বাটোরের সঙ্গে ভারতের অন্যান্য শহরের যোগাযোগ খুবই ভাল। ব্যাঙ্গালোর থেকে বিমানে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর পৌঁছনোর পর বাস বা ক্যাবে করে উটি। বাস - যদি বাসে যেতে চান তাও পারেন। ব্যাঙ্গালোর থেকে উটি যাওয়ার জন্য আছে অসংখ্য সরকারি ও বেসরকারি বাস। চেন্নাই, মাইসোর থেকেও বাসে যাওয়া যায় উটি। ব্যাঙ্গালোর থেকে উটির দূরত্ব প্রায় ২৭৫ কিলোমিটার। ব্যাঙ্গালোর থেকে যদি বাসে যান, তাহলে হলফ করে বলতে পারি, সেই যাত্রাপথের স্মৃতি আপনার মনের কোণে থেকে যাবে চিরদিন। ব্যাঙ্গালোর থেকে বাসে উটি যেতে সময় লাগে ৭ ঘণ্টার মতো। কোয়েম্বাটোর থেকে উটির দূরত্ব প্রায় ৮৯ কিলোমিটার। বাসে সময় লাগে ৩ ঘণ্টার মতো। ট্রেন - ব্যাঙ্গালোর থেকে উটি- সরাসরি কোনও ট্রেন নেই। উটির সব থেকে কাছের রেল স্টেশন মেট্টুপলায়ম, ৪০ কিলোমিটার দূরে। মেট্টুপলায়ম যাওয়ার ট্রেন পাবেন ব্যাঙ্গলোর, চেন্নাই, কোয়েম্বাটোর এবং মাইসোর থেকে। মেট্টুপলায়ম থেকে উটি যাওয়ার জন্য আছে হেরিটেজ ট্রয়ট্রেন- নীলগিরি মাউন্টেন রেল। সময় লাগবে ৫ ঘণ্টা। ড়াতাড়ি উটি পৌঁছতে চাইলে মেট্টুপলায়ম থেকে ধরতে পারেন বাস বা ক্যাব। দূরত্ব ৭০ কিমি। সময় নেয় আড়াই-তিন-ঘন্টা। তবে ট্রয় ট্রেনে যাত্রা যেমন আনন্দের তেমনি রোমাঞ্চকর। কোথায় থাকবেন? উটিতে হাত বাড়ালেই হোটেল। বিভিন্ন মানের, বিভিন্ন দামের। সাধ এবং সাধ্য মতো বেছে নিলেই হল। এক হাজার টাকা ধেকে দেড় হাজার টাকায় রাত পিছু পেয়ে যাবেন অসাধারণ ঘর। আর যদি হোম স্টে পরখ করে দেখতে চান, তাহলে তো কথাই নেই। কবে কী দেখবেন? প্রথম দিন - রাতের বাসে উটি রওনা হলে পৌঁছে যাবেন সকাল সকাল। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন। তারপর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন সাইট সিয়িং-এ। প্রথম দিনে ঘুরে দেখতে পারেন, কাছাকাছির ১. থ্রেড গার্ডেন (এন্ট্রি ফি - বড়দের ৩০ টাকা, ৫-১৫ বছর বয়সীদের ১৫ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ২. উটি বোট হাউস বা উটি লেক (এন্ট্রি ফি - বড়দের ১৫ টাকা, ৫ বছরের ওপরে ১০ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১৪৫ টাকা) ৩. বোটানিকাল গার্ডেন (এন্ট্রি ফি - বড়দের ৪০ টাকা, ৫-১৫ বছর বয়সীদের ২০ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ৪. ভ্যালি ভিউ (এন্ট্রি ফি - ২৫ টাকা)
দ্বিতীয় দিন উটি ভ্রমণের দ্বিতীয় দিনে দেখতে পারেন, ১. গভর্নমেন্ট রোজ গার্ডেন (এন্ট্রি ফি - বড়দের ৩০ টাকা, ৫-১০ বছর বয়সীদের ১৫ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ২. দোদাবেত্তা পিক (এন্ট্রি ফি - ৫ বছরের ওপর হলেই ৬ টাকা। স্টিল ক্যামেরা ১০ টাকা, ভিডিও ৫০ টাকা) ৩. দোদাবেত্তা পিক থেকে ফিরে ঘুরে দেখতে পারেন শহরটা ৪. সন্ধ্যায় করতে পারেন কেনাকাটা
তৃতীয় দিন ১. মুধুমালাই জঙ্গল সাফারি (এন্ট্রি ফি - ১৫ টাকা। স্টিল ক্যামেরা ২৫ টাকা, ভিডিও ১৫০ টাকা, জিপ সাফারি মাথাপিছু ১৩৫ টাকা) ২. পাইকারা ড্যাম (ঢোকার খরচ নেই। ৩০ মিনিট বোটিং করতে চাইলে ২ সিটার প্যাডেল বোট ৬০ টাকা, ৪ সিটার প্যাডেল বোট ১০০ টাকা) ৩. পাইকারা বোট হাউস (২০ মিনিটের জন্য স্পিড বোট ৭৮৫ টাকা, ৮ সিটার মোটর বোট ৭৫০ টাকা) ৪. পাইন ফরেস্ট (এন্ট্রি ফি - নেই) ৫. নাইনথ মাইলস বা শ্যুটিং পয়েন্ট (এন্ট্রি ফি - ১০ বছরের নীচে হলে ফ্রি। বাকিদের ৫ টাকা। ক্যামেরা ফি নেই)
চতুর্থ দিন ১. কোটাগিরি টি এস্টেট ২. কোটাগিরি প্ল্যানটেশন (এই দুই জায়গায় যেতে কথা বলে নিতে হবে হোটেলের হেল্প ডেস্কে) পঞ্চম দিন ১. দিনের শুরুটা শুরু হোক টয় ট্রেন দিয়ে। উটি থেকে টয় ট্রেনে করে চলুন কুনুর। ২. তারপর সেখানে দেখুন সিমস পার্ক (এন্ট্রি ফি - বড়দের ৩০ টাকা, ৩-১২ বছর বয়সীদের ১৫ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ৩. ল্যাম্বস রক (এন্ট্রি ফি - নেই) ৪. ডলফিন নোজ (এন্ট্রি ফি - ১৫ টাকা, স্টিল ক্যামেরা ২০টাকা) এবার ফেরার পালা। বেড়ানোর একরাশ স্মৃতি আর ফিরে যাওয়ার মন খারাপ নিয়ে এগিয়ে চলুন ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটোরের দিকে। তারপর সেখান থেকে নিজের ঘরে।
দ্বিতীয় দিন উটি ভ্রমণের দ্বিতীয় দিনে দেখতে পারেন, ১. গভর্নমেন্ট রোজ গার্ডেন (এন্ট্রি ফি - বড়দের ৩০ টাকা, ৫-১০ বছর বয়সীদের ১৫ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ২. দোদাবেত্তা পিক (এন্ট্রি ফি - ৫ বছরের ওপর হলেই ৬ টাকা। স্টিল ক্যামেরা ১০ টাকা, ভিডিও ৫০ টাকা) ৩. দোদাবেত্তা পিক থেকে ফিরে ঘুরে দেখতে পারেন শহরটা ৪. সন্ধ্যায় করতে পারেন কেনাকাটা
তৃতীয় দিন ১. মুধুমালাই জঙ্গল সাফারি (এন্ট্রি ফি - ১৫ টাকা। স্টিল ক্যামেরা ২৫ টাকা, ভিডিও ১৫০ টাকা, জিপ সাফারি মাথাপিছু ১৩৫ টাকা) ২. পাইকারা ড্যাম (ঢোকার খরচ নেই। ৩০ মিনিট বোটিং করতে চাইলে ২ সিটার প্যাডেল বোট ৬০ টাকা, ৪ সিটার প্যাডেল বোট ১০০ টাকা) ৩. পাইকারা বোট হাউস (২০ মিনিটের জন্য স্পিড বোট ৭৮৫ টাকা, ৮ সিটার মোটর বোট ৭৫০ টাকা) ৪. পাইন ফরেস্ট (এন্ট্রি ফি - নেই) ৫. নাইনথ মাইলস বা শ্যুটিং পয়েন্ট (এন্ট্রি ফি - ১০ বছরের নীচে হলে ফ্রি। বাকিদের ৫ টাকা। ক্যামেরা ফি নেই)
চতুর্থ দিন ১. কোটাগিরি টি এস্টেট ২. কোটাগিরি প্ল্যানটেশন (এই দুই জায়গায় যেতে কথা বলে নিতে হবে হোটেলের হেল্প ডেস্কে) পঞ্চম দিন ১. দিনের শুরুটা শুরু হোক টয় ট্রেন দিয়ে। উটি থেকে টয় ট্রেনে করে চলুন কুনুর। ২. তারপর সেখানে দেখুন সিমস পার্ক (এন্ট্রি ফি - বড়দের ৩০ টাকা, ৩-১২ বছর বয়সীদের ১৫ টাকা। স্টিল ক্যামেরা ৫০ টাকা, ভিডিও ১০০ টাকা) ৩. ল্যাম্বস রক (এন্ট্রি ফি - নেই) ৪. ডলফিন নোজ (এন্ট্রি ফি - ১৫ টাকা, স্টিল ক্যামেরা ২০টাকা) এবার ফেরার পালা। বেড়ানোর একরাশ স্মৃতি আর ফিরে যাওয়ার মন খারাপ নিয়ে এগিয়ে চলুন ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটোরের দিকে। তারপর সেখান থেকে নিজের ঘরে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















