নিজের জেলায় সাংগঠনিক সম্মেলন থেকে ব্রাত্য তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু, তারপর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে তৃণমূলেই থাকছেন বলে দাবি করেন তিনি।
পাণ্ডবেশ্বর: পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন না জিতেন্দ্র তিওয়ারি। শীর্ষ নেতৃত্বের নির্দেশে এটা হয়েছে বলে দাবি মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীর। যদিও পাণ্ডবেশ্বরের বিধায়কের যুক্তি, তাঁর সিদ্ধান্তে কারও মনে আঘাত লাগতে পারে, তাই হয়ত নাম বাদ গেছে।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা অব্যাহত। এই আবহে পাণ্ডবেশ্বরে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্মেলন হবে শনিবার। এই প্রেক্ষাপটে নিজের জেলাতেই তৃণমূলের সাংগঠনিক সম্মেলনের আমন্ত্রণপত্র থেকে বাদ পড়ল তাঁর নাম। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে জেলার অন্য নেতা, বিধায়কদের।পশ্চিম বর্ধমানের মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী মিনতি হাজরা বলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এটা হয়েছে, তবে উনি দলে থাকলে সম্মেলনে আসতেই পারেন।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু, তারপর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে তৃণমূলেই থাকছেন বলে দাবি করেন তিনি। দু’দিন আগে আবার বিজেপি নেতারা যখন পাঁচ তারা হোটেলে বৈঠকে করেন, তখন সেই একই হোটেলে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও বিজেপি নেতৃত্বের সঙ্গে কোনও বৈঠক হয়নি বলেই দাবি করেন তিনি। এই প্রেক্ষাপটে দলীয় সম্মেলনের আমন্ত্রণপত্র থেকে বাদ পড়ল তাঁর নাম।
এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারির যুক্তি, দলের একাধিক পদ ছেড়ে দিয়েছি। আমার রাজনৈতিক সিদ্ধান্তে কারও কারও মনে আঘাত লেগে থাকতে পারে। তার জেরেই সম্ভবত আমন্ত্রণপত্র থেকে নাম বাদ গেছে। এদিকে বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকায় যান জিতেন্দ্র তিওয়ারি। পুজো দেন রামসীতা মন্দিরে। তারপর যান মাজারেও।