Tripura News: বিসর্জনের শোভযাত্রায় ওসি-কে মারধরের অভিযোগ, ত্রিপুরার ঘটনায় গ্রেফতার ৩
Police Attacked: বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন এই ওসি। তারপরই তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। কিল, চড়, লাথি, ঘুষি- বাদ যায়নি কিছুই।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করে দিয়েছিলেন ওসি। তারপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে ত্রিপুরায়। পুজো উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ তাঁদের বিসর্জনের শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওই পুলিশকর্মী।
ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করায় ওসিকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে, গ্রেফতার ৩। রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুষি। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় গন্ডগোল। পুজো উদ্যোক্তারা কথা না শোনায় ওসি সাউন্ড বক্স বন্ধ করে দেওয়ায় গন্ডগোল। ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে তাঁদের সঙ্গেও বচসা ক্লাব সদস্যদের। গাড়ি ও সাউন্ড বক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি।
জানা গিয়েছে, কালী পুজোর বিসর্জন ছিল। প্রতিমা নিরঞ্জনের জন্য বেরিয়েছিল বিরাট শোভাযাত্রা। সেখানেই একটি গাড়িতে স্টেজ বানিয়ে চলছিল গানের অনুষ্ঠান। হাজির ছিলেন সঙ্গীত শিল্পী। বাজানো হচ্ছিল সাউন্ড বক্সও। এই শোভাযাত্রার জন্য তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তা ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলতে যান ওসি। সেই সঙ্গে সাউন্ড বক্স বন্ধ করতেও বলেন। ওসি- র কথায় কর্ণপাত করেননি পুজো উদ্যোক্তারা। গাড়িতে তৈরি করা মঞ্চে উঠে ওসি নিজেই বন্ধ করে দেন সাউন্ড বক্স। এরপরেই শুরু হয় ঝামেলা।
ওই গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয় পুলিশ কর্মীকে। রাস্তায় ফেলে চলে কিল, চড়, লাথি, ঘুষি। পুলিশের আক্রান্ত হওয়ার সেই ছবিও প্রকাশ্যে এসেছে। ওসি-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুজো উদ্যোক্তাদেরই একাংশের বিরুদ্ধে। পুজো উদ্যোক্তাদেরই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার, সোনারপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ
মৃতের নাম সনাতন নস্কর। পাড়ার কালী পুজোয় নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে দিয়েছিলেন সনাতন। রাত ১০টা নাগাদ সাউন্ড সিস্টেম বন্ধ করে বাড়ি নিয়ে যান তিনি। এক প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তাঁর অসুবিধা হয়। সেই কারণেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে যান সনাতন। তারপরই তাঁর বাড়িতে চড়াও হন চার প্রতিবেশী। প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সনাতনকে, দাবি পরিবারের। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।






















