এক্সপ্লোর
Advertisement
অস্কারে সেরা ছবি দক্ষিণ কোরীয়, রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প
এ বছর অস্কারে সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। কিন্তু ট্রাম্প ব্র্যাডকেও তেমন পছন্দ করেন না, নিজেই জানিয়েছেন সে কথা।
ওয়াশিংটন: দক্ষিণ কোরীয় ছবি প্যারাসাইট-কে আন্তর্জাতিক চলচ্চিত্রবোদ্ধারা যতই ধন্য ধন্য করুন, ছবিটি অস্কার পাওয়ায় বেজায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোর এক জনসভায় এই ক্ষোভের কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আমাদের এত ঝামেলা চলছে, আর তাদেরই কিনা এ বছরের সেরা ছবির পুরস্কারটা দিয়ে দেওয়া হল! অবাক মার্কিন প্রেসিডেন্ট।
কলোরাডোর সভায় ট্রাম্প বলেন, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে কাণ্ডখানা দেখলেন? ঘোষকের বলার ধরন অনুকরণ করে তিনি বলেন, অ্যান্ড দ্য উইনার ইজ.. দক্ষিণ কোরিয়ার সিনেমা। এটা কি ইয়ার্কি হচ্ছে? দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আমাদের এত ঝামেলা চলছে. আর ওদেরই এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হল? ট্রাম্প এরপর আদর্শ হিসেবে যে মার্কিন ছবিগুলির উদারণ তুলে আনেন, সেগুলি অন্তত ৭০ বছরের পুরনো। বলেন, গন উইথ দ্য উইন্ড-এর মত ছবি আর করতে পারি না আমরা? তারপর সানসেট বুলেভার্ড- কত অসাধারণ সব ছবি।
বিদেশি ভাষার ছবি হিসেবে প্যারাসাইটই প্রথম অস্কার জিতল। এছাড়া ছবিটি পুরস্কৃত হয়েছে পরিচালনা ও অরিজিনাল স্ক্রিন প্লে বিভাগে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট কথা, প্যারাসাইট ভাল না মন্দ তিনি জানেন না। তিনি ভেবেছিলেন, সেরা বিদেশি ছবি ক্যাটাগরিতে ছবিটি পুরস্কৃত হয়েছে। ওমা, তা তো না, এক্কেবারে সেরা ছবির পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে কখনও হয়েছে এমন? প্রশ্ন করেছেন তিনি।
প্যারাসাইটের মার্কিন ডিস্ট্রিবিউটর নিওন টুইটারে এই সমালোচনার জবাব দিয়েছে। বলেছে, স্বাভাবিক, উনি তো পড়তেই পারেন না।
Understandable, he can't read.#Parasite #BestPicture #Bong2020 https://t.co/lNqGJkUrDP
— NEON (@neonrated) February 21, 2020
এ বছর অস্কারে সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। কিন্তু ট্রাম্প ব্র্যাডকেও তেমন পছন্দ করেন না, নিজেই জানিয়েছেন সে কথা। অস্কার পাওয়ার পর ব্র্যাড পিট তাঁর বক্তৃতায় প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সংক্রান্ত মন্তব্য করেন, তাতেই চটেছেন তিনি। ছোট্ট জ্ঞানী মানুষ বলে অভিহিত করেছেন তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement