এক্সপ্লোর
Advertisement
ট্রাম্পের ভাষণে শাহরুখ-কাজলের ডিডিএলজে, 'শোলে'রও উল্লেখ, প্রশংসা বলিউডের
তিনি বলেন, গোটা দুনিয়ার মানুষ এখানকার ছবি দেখেন। তাঁরা ভাংড়া, মিউজিক ডান্স, রোমান্স, ড্রামা, ডিডিএলজের মতো ক্লাসিক ভারতীয় ছবি খুব পছন্দ করেন।
আমদাবাদ: ডোনাল্ড ট্রাম্পের ভাষণে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। ভারতে বলিউডের গুরুত্ব উল্লেখ করে শাহরুখ-কাজল অভিনীত মারকাটারি সুপারহিট ছবির কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। আমদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের ভাষণে তিনি বলিউড প্রসঙ্গে বলেন, ভারত হল সেই দেশ যেখানে প্রতি বছর ২ হাজার ছবি তৈরি হয়। বলিউডকে প্রতিভা, সৃষ্টিশীলতার ঘাঁটি বলেও সার্টিফিকেট দেন তিনি।
ট্রাম্পের বলিউড, হিন্দি ছবির বিপুল জনপ্রিয়তার উল্লেখ করাকে স্বাগত জানান মোতেরায় হাজির লাখ লাখ মানুষ। তিনি বলেন, গোটা দুনিয়ার মানুষ এখানকার ছবি দেখেন। তাঁরা ভাংড়া, মিউজিক ডান্স, রোমান্স, ড্রামা, ডিডিএলজের মতো ক্লাসিক ভারতীয় ছবি খুব পছন্দ করেন। ‘শোলে’-রও উল্লেখ করেন ট্রাম্প। বলেন, বলিউডি ছবি দর্শন, তাদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি উপলব্ধি করে দারুণ আনন্দ পান লোকে।
২দিনের ভারত সফরে সোমবার আমদাবাদ আসেন ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোড শো করে সবরমতী আশ্রম দর্শন করেন। সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে গিয়ে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ভাষণ দেন।গুজরাত থেকে তিনি চলে গিয়েছেন আগরায়। সেখানে তাজমহল দর্শন করে তাঁর নয়াদিল্লি যাওয়ার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement