Donald Trump to Putin : বুধে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে 'চমৎকার' কথা, বৃহস্পতিতেই পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প...
Trump on Russia-Ukraine War : বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁদের ফোনে যোগ দেন ধনকুবের এলন মাস্কও।
মস্কো (রাশিয়া) : ইউক্রেনের সঙ্গে টানা যুদ্ধ জারি আছে রাশিয়ার। সেই যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগেই শেষ করে দেবেন বলে বারবার নির্বাচনী প্রচারে আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেইদিকেই কি তিনি পা বাড়ালেন ? কারণ, প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর এবার রাশির প্রেসিডেন্টের সঙ্গেও কথা বললেন ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে আর যুদ্ধ না চালিয়ে যাওয়ার আর্জি জানালেন তিনি। এমনই খবর প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। বৃহস্পতিবার তাঁর ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেট থেকে ফোন করেন ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, ডেমোক্রেটিক প্রার্থী কমল হ্যারিসকে হারানোর পর পরই পুতিনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
এনিয়ে মন্তব্যের জন্য AFP সংবাদ সংস্থার তরফে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ট্রাম্প-পুতিনের এই কথোপকথন নিয়ে ওয়াকিবহাল একাধিক জন নামপ্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ইউরোপে আমেরিকার যে বিশাল সংখ্যক সামরিক শক্তি উপস্থিত রয়েছে সেকথা পুতিনকে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাধান করতে শীঘ্রই তিনি আলোচনা করার আগ্রহের কথা জানিয়েছেন।
বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁদের ফোনে যোগ দেন ধনকুবের এলন মাস্কও। পরে এই কথোপকথনকে "চমৎকার" বলেছেন জেলেনস্কি। উল্লেখ করেছেন, ট্রাম্প সুনিবিড় আলোচনা ও পারস্পরিক সহযোগিতায় রাজি হয়েছেন।
এদিকে ২০ জানুয়ারি থেকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই, ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধানী আমেরিকার ডেমোক্রেটিক প্রশাসন। রবিবার বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে শক্তিশালী জায়গায় রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে হোয়াইট হাউস। যাতে সমঝোতার টেবিলে যাওয়ার আগে যথেষ্ট শক্তিশালী জায়গায় থাকতে পারে ইউক্রেন।
মার্কিন মুলুকের নির্বাচনের ফলাফলে (US Election Results 2024) আবারও হোয়াইট হাউসের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কমলা হ্যারিসকে পিছনে ফেলে এবার মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন ; 'ভবিষ্যৎ নেই', ট্রাম্পের জয়ের পর আমেরিকা ছাড়তে চান এলন মাস্ক-কন্যা, বাবার সঙ্গে জড়ালেন 'সোশাল-যুদ্ধে'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে