তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার শিশুকন্যা
বলা বাহুল্য, এত মৃতের স্তূপের মধ্যে একটি শিশুকে বাঁচাতে পেরে আলাদা আনন্দ পেয়েছেন উদ্ধারকারীরা।
ইজমির: ভূমিকম্পের ৯১ ঘন্টা পর বাদে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হল তিন বছরের শিশুকন্যা। তুরস্কের ইজমির শহরের একটি বহুতলের ধ্বংসস্তূপের তলা থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুটিকে। জানা গিয়েছে, ওই শিশুর নাম আইদা গেজগিন।
Ayda kızımızın kurtarılma anı...
Arama kurtarma çalışmalarımız son cana ulaşana kadar aralıksız devam edecek. pic.twitter.com/btJ4ppZ0Uk
গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। ২০১১ সালে ভান শহরে ভয়াবহ ভূমিকম্পের পর এটাই দ্বিতীয় ভয়ঙ্কর কম্পনের ঘটনা তুরস্কে।
নাসরেত আকসয় নামে এক উদ্ধারকারী জানিয়েছেন, ওই শিশুটি ধ্বংসস্তূপের মধ্যে হাত নাড়ছিল। তুলে ধরতেই সে নিজের নাম বলে। জানায় সে ঠিক আছে, বেশি চোট লাগেনি। এরপর কম্বলে জড়িয়ে তাকে নীচে নামানোর পর বাকিরা উচ্ছ্বসিত হয়ে পড়ে। নাসরেত জানান, আমার গায়ে তখন রীতিমতো কাঁটা দিচ্ছিল, আর আমার সহকর্মীরা আমাকে দেখে আনন্দে কাঁদছিল”, । ইজমিরের মেয়র টুঙ্ক সোয়ের-ও আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন শিশু উদ্ধারের খবরে। তিনি বলেছেন, “৯১ ঘণ্টা পর! অবিশ্বাস্য ঘটনা ঘটল! এত বেদনার পর, এত মানুষ হারানোর পর একটু হলেও আনন্দ পেলাম আমরা।” বলা বাহুল্য, এত মৃতের স্তূপের মধ্যে একটি শিশুকে বাঁচাতে পেরে আলাদা আনন্দ পেয়েছেন উদ্ধারকারীরা।