Drones in Jammu : জম্মুর সেনাঘাঁটির কাছে দেখা গেল ২টি ড্রোন, সেনার গুলি
জম্মুর কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। রাত সাড়ে ১১টা নাগাদ সেটি দেখা যায়। পরেরটি দেখা যায় রাত দেড়টা নাগাদ।
জম্মু : জম্মুতে বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই উপত্যকার আকাশে দেখা গেল দুটি ড্রোন। গতরাতে ওই ড্রোন দুটি জম্মুর সেনাঘাঁটির কাছে দেখা যায়। সেগুলিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। এর পরই সেখান থেকে উড়ে যায় ড্রোন দুটি। এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
জম্মুর কালুচকের সেনাঘাঁটির কাছে গতকাল রাতে একটি ড্রোন দেখা যায়। রাত সাড়ে ১১টা নাগাদ সেটি দেখা যায়। পরেরটি দেখা যায় রাত দেড়টা নাগাদ। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭-২৮ জুন মধ্যরাতে রত্নুচক-কালুচক মিলিটারি এরিয়ায় দুটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। গুলি চালায় ক্যুইক রিঅ্যাকশন টিম। তাতে দুটি ড্রোনই উড়ে চলে যায়। সতর্কতা ও বাহিনীর সক্রিয়তার জেরে বড়সড় নাশকতা এড়ানো গেছে। নিরাপত্তাবাহিনী হাই অ্যালার্টে রয়েছে। তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত, গতকালই জম্মুতে ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হন। গতকালই জম্মুতে ৫ কেজি বিস্ফোরক-সহ গ্রেফতার করা হয়েছে এক লস্কর জঙ্গিকে। পরে আরও ২ সন্দেহভাজনকে আটক করা হয়।
একই দিনে জম্মু এয়ারবেসে বিস্ফোরণ এবং কয়েক কিলোমিটার দূরে ৫ কেজি বিস্ফোরক-সহ লস্কর জঙ্গির ধরা পড়ার পর, পাকিস্তান-যোগ আরও স্পষ্ট হয়েছে। NIA এবং এয়ারফোর্সের তদন্তকারী দলের প্রাথমিক অনুমান, কড়া নজরদারি পেরিয়ে, আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে ড্রোন আসেনি। তা ওড়ানো হয়েছিল এয়ারবেসের কাছাকাছি কোনও এলাকা থেকে। এর পর ফের গতরাতে আরও দুটি ড্রোন দেখা গেল।
এদিকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার হরিপারিগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে তিনজনের। স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ফৈয়াজ, তাঁর স্ত্রী ও মেয়েকে। তিনজনেরই মৃত্যু হয়েছে।