UAE Abortion Law: সিদ্ধান্ত নেবেন মেয়েরাই, ধর্ষণে গর্ভপাতে সায় আমিরশাহির, আমেরিকা এখনও লড়ছে
UAE Abortion Legalisation: মহিলাদের স্বাস্থ্য, নিরাপত্তাকে প্রাধান্য দিতে এবং ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সমাধানের রাস্তা বের করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
নয়াদিল্লি: আমেরিকার একাধিক প্রদেশে এখনও কার্যকর হয়নি আইন। সেই নিয়ে বিতর্কের মধ্যেই ধর্ষণের শিকার এবং অজাচার সম্পর্কের ক্ষেত্রে নারীদের গর্ভপাতের অধিকার দেওয়ার পথে সংযুক্ত আরব আমিরশাহি। এবার সিলমোহর দিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি। ইসলামিক দেশ হিসেবে তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। (UAE Abortion Law)
সম্প্রতি দেশের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলা হয়েছে, জোরপূর্বক যদি শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়, যদি অজাচার সম্পর্কে লিপ্ত হয়ে বা অবৈধ সম্পর্কে কোনও মহিলা গর্ভবতী হয়ে পড়েন, সেক্ষেত্রে ভ্রূণের ১২০ দিন বয়স পর্যন্ত গর্ভপাতের অনুমতি মিলবে, যাতে মহিলাদের প্রাণের ঝুঁকি না থাকে। (UAE Abortion Legalisation)
মহিলাদের স্বাস্থ্য, নিরাপত্তাকে প্রাধান্য দিতে এবং ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সমাধানের রাস্তা বের করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষজন। দেশের চিকিৎসকদের একাংশের মতে, জোরপূর্বক শারীরিক সম্পর্ক যে গর্ভপাতের কারণ হতে পারে, তাতে সরকার সিলমোহর দেওয়ায় বহু মহিলা প্রাণ খুলে বাঁচতে পারবেন।
আরও পড়ুন: Last Summer Hajj: মাত্র আর একবার, তারপরেই সময় বদলে যাচ্ছে হজযাত্রার! কেন? কখন হবে?
এতদিন সংযুক্ত আরব আমিরশাহিতে গর্ভপাতের আইন ছিল, তাতে ভ্রূণের মধ্য অস্বাভাবিকতা চোখে পড়লে এবং মায়ের প্রাণের ঝুঁকি আছে বুঝলে তবেই গর্ভপাত করানো যেত। তাই সংযুক্ত আরব আমিরশাহির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার মতো দেশে এখনও পর্যন্ত গর্ভপাতের সার্বিক অধিকার স্বীকৃতি পায়নি।
আমেরিকার যুক্তরাষ্ট্রীয় সংবিধানে গর্ভপাতের যে অধিকার ছিল, ২০২২ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট তা খর্ব করে। সেই থেকে দেশের ১৪টি প্রদেশে প্রায় সবরকমের গর্ভপাত নিষিদ্ধ। অ্যারিজোনায় ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ, নর্থ ডাকোটাতে ছয় সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি নেই। মিসিসিপিতে ধর্ষণ এবং অজাচার সম্পর্কের ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি থাকলেও, থানার ছাড়পত্র লাগে।
আইডাহোতে ছয় সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি নেই। ধর্ষণ এবং অজাচার সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম তিনমাসের মধ্যে গর্ভপাত করানো যায়, তবে তাতে নির্যাতন বা অত্যাচারের অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক। ইন্ডিয়ানায় ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যায়। ধর্ষণ এবং অজাচার সেখানে ব্যতিক্রম পরিস্থিতি। ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রাপ্তবয়স্কদের আট সপ্তাহ এবং নাবালিকাদের ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর অনুমতি রয়েছে। তবে আইনি প্রক্রিয়া জরুরি।