নতুন কার্ড তৈরি থেকে ঠিকানা বদল, নানা সুবিধা mAadhaar-এর লেটেস্ট অ্যাপে
UIDAI mAadhaar App : ট্যুইট করে mAadhaar App-এর লেটেস্ট আপডেট ইনস্টল করতে পরামর্শ দিয়েছে আধার কর্তৃপক্ষ।
কলকাতা : নিত্যপ্রয়োজনীয় আধার পরিষেবায় প্রয়োজনীয় আপডেট ও মোবাইল উপযোগী আপডেট পেতে UIDAI-এর উদ্যোগ mAadhaar App, এতো সকলেরই জানা। এবার আধার কার্ড কর্তৃপক্ষের তরফে জানানো হল, mAadhaar App-এর একদম সাম্প্রতিক আপডেটের মাধ্যমে মিলবে নানাবিধ সুবিধাও। #mAadhaar-এর তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে আধারকার্ডের অনলাইন নানা সুবিধা পাবেন গ্রাহকরা। ব্যবহারকারীদের #mAadhaar অ্যাপের আপডেট ইনস্টল করে নেওয়ার পরামর্শ দিয়েছে UIDAI। একইসঙ্গে পূর্ববর্তী ভার্সনগুলি আন-ইনস্টল করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবহারকারীদের।
কী কী সুবিধা #mAadhaar-অ্যাপে
- UIDAI-এর বক্তব্য, আধার কার্ড সংক্রান্ত সমস্তরকম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা মিটবে mAadhaar App-এর ব্যবহারেও।
- আধার রিপ্রিন্টের পরিষেবা পাওয়া যাবে।
- আধার কার্ড হারিয়ে গেলে বা কোনওভাবে খোওয়া গেলে নতুন কার্ড তৈরিতে সাহায্য করবে এই অ্যাপ।
- 'View/Show Aadhaar' পরিষেবার জন্য mAadhaar app-কে আইডি প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে।
- ডকুমেন্ট সহ অথবা ছাড়াই ঠিকানা বদল করা যাবে এই অ্যাপের সাহায্যে।
- কোনও ব্যবহারকারী নিজের পাঁচ পরিবারের সদস্যের আধার কার্ডের তথ্যাদি আপডেট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
- mAadhaar app ব্যবহারকারী কোনও নথি ছাড়াই ই-কেওয়াইসি অথবা QR code শেয়ার করতে পারবেন।
- mAadhaar app-এর সাহায্যে প্রয়োজনে আধার কার্ড লক করা যেতে পারে।
- অফলাইনে মিলতে পারে আধার এসএমএসের সুবিধাও।
- তথ্যাদি আপডেটের বিস্তারিত তথ্য মিলবে এই অ্যাপ থেকে।
এছাড়াও অনলাইনে আধার কার্ডের এনরোলমেন্ট নম্বর পেতে সাহায্য করবে এই অ্যাপ। নথিভুক্ত মোবাইলের মাধ্য়মে অনলাইন আধার নিখরচায় পেতে পারেন গ্রাহকরা।
Set a 4-digit passcode for your #mAadhaar app. This passcode will be required if you use any services related to the selected Aadhaar profile like Aadhaar Lock/ Unlock, Biometric Lock/ Unlock, VID generator, eKYC etc. Download and install the #mAadhaarApp https://t.co/62MEOeR7Ff pic.twitter.com/eYkrxrgb34
— Aadhaar (@UIDAI) June 11, 2021
একইসঙ্গে ট্যুইট করে #mAadhaar app-এর জন্য চার ডিজিটের পাসওয়ার্ড সেট করার পরামর্শ দিয়েছে UIDAI। আধার লক, আনলক, বায়োমেট্রিক লক, আনলক, VID তৈরি, ই কেওয়াই সি ইত্যাদি পরিষেবার জন্য এই পাসওয়ার্ড লাগবে।