Ujjain's Mahakal Temple: মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন মহাকাল মন্দির, মহাদেবের কাছে দুর্যোগ কমানোর জন্য বিশেষ পুজো
Mahakal Temple: এখনও উজ্জয়িনীতে ভারী বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মহাকালেশ্বর মন্দিরে প্রবল বৃষ্টির জল ঢুকে পড়ে চত্বরে।
নয়া দিল্লি: বৃষ্টি বিপর্যয় যেন থামছেই না। উজ্জয়িনীতে (Ujjain) অবিরাম বর্ষণে (Heavy Rainfall) এলাকা তো জলমগ্ন হয়েছে, এমনকী জল জমেছে মহাকাল মন্দিরে (Mahakal Temple)। শাওন মাসে (Sawan Month) মহাকাল মন্দিরে মহাদেবকে বিশেষ পুজো নিবেদন করতে ভক্তদের ভিড় লেগেই আছে। এদিকে মন্দির জলমগ্ন হওয়ার জন্য সমস্যা তৈরি হয়েছে। জল পেরিয়েই শিবকে পুজো দিতে যাচ্ছেন ভক্তরা।
মহাকালেশ্বর মন্দিরের পণ্ডিত ও পুরোহিতরা ভগবানের কাছে প্রার্থনা করছেন দুর্যোগ যাতে কমে। মন্দিরের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মন্দির চত্বর থেকে জল বের করে দেওয়া যায়। এ কারণে ভক্তদেরও বেশ অসুবিধাতেও পড়তে হয়। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে উজ্জয়িনীতে। গত ২৪ ঘণ্টায় ৬৬ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
এখনও উজ্জয়িনীতে ভারী বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মহাকালেশ্বর মন্দিরে প্রবল বৃষ্টির জল ঢুকে পড়ে চত্বরে। মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত রমন ত্রিবেদী জানান, মুষলধারে বৃষ্টি মন্দির চত্বরে প্রবেশ করলে মহাকালের কাছে প্রার্থনা করা হয়। ভগবান মহাকাল জলের দেবতা। ভগবান মহাকালের প্রার্থনার পর বৃষ্টি যাবে এমনটাই আশা।
আরও পড়ুন, মেয়ের প্রথম ঋতুস্রাব, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, কেক কেটে উদযাপন করলেন বাবা
তবে ভক্তদের অনেক অসুবিধায় পড়তে হয়েছে মন্দির চত্বর জলমগ্ন হওয়ার জন্য। আজও মহাকালেশ্বর মন্দির চত্বরে উপর থেকে জল বের করে নিয়ে যাচ্ছেন কর্মীরা। মহাকালেশ্বর মন্দির কমিটির প্রশাসক সন্দীপ সোনির মতে, মন্দির দর্শনের প্রক্রিয়া ব্যাহত হয়নি। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে মহাকালেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে পদক্ষেপ করা হচ্ছে।
#Ujjain : महाकाल मंदिर में घुसा बारिश का पानी 💦📷#Mahakaleshwar #Mahakallok #MadhyaPradesh #Mahakaldarshan #sawan2023 pic.twitter.com/OuslRemMTo
— Rahul Sisodia (@Sisodia19Rahul) July 22, 2023
এক ভক্ত জানান, মহাকাল বাবাকে দেখতে মহারাষ্ট্র থেকে উজ্জয়িনীতে এসেছেন তিনি। রাতে প্রবল বৃষ্টির কারণে প্রাঙ্গণে প্রচুর জল প্রবেশ করেছে। এতে ভক্তদের নানা বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। ভক্তরা জানান যে তারা রাতে তাকে দেখতেও পাননি, তাই তারা আবার সকালে মহাকালের আশীর্বাদ নিতে আসেন।