Social Media Censorship: সংবাদমাধ্যম থেকে ব্যক্তিবিশেষ, সোশ্যাল মিডিয়া পোস্টে এবার নজরদারি? কঠোর আইনের পক্ষে কেন্দ্র
Ashwini Vaishnaw: সংসদের শীতকালীন অধিবেশন চলছে এই মুহূর্তে। সেই আবহেই বুধবার লোকসভায় সোশ্যাল মিডিয়া নিয়ে কঠোর আইন চালুর কথা পাড়েন অশ্বিনী।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে পোস্ট করার উপর সরকার খাঁড়া নামাতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। অবশেষে সংসদে সেই প্রস্তাব তুলল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় 'আপত্তিকর' বিষয়বস্তু পোস্ট করার বিরুদ্ধে উপযুক্ত আইন আনার পক্ষে সওয়াল করলেন। এ নিয়ে বিরোধীদেরও আলোচনায় আহ্বান জানালেন তিনি। (Social Media Censorship)
সংসদের শীতকালীন অধিবেশন চলছে এই মুহূর্তে। সেই আবহেই বুধবার লোকসভায় সোশ্যাল মিডিয়া নিয়ে কঠোর আইন চালুর কথা পাড়েন অশ্বিনী। তিনি বলেন, "যেখান থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এসেছে, আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে ওই সব দেশের সংস্কৃতির ফারাক রয়েছে। এ নিয়ে আলোচনায় বিরোধীরাও যোগ দেবেন বলে আশাবাদী আমি। সংসদের স্ট্যান্ডিং কমিটিকে বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ করছি, যাতে এ নিয়ে কড়া আইন তৈরি করা যায়।" (Ashwini Vaishnaw)
অশ্বিনী আরও বলেন, "অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বিষয়বস্তু পোস্ট করার আগে, তা খতিয়ে দেখার চল উঠে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং OTT-র যুগে বাস করছি আমরা। গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যমগুলি এতদিন দায়িত্বশীল ছিল। বার বার লেখা পরখ করা হতো, নির্ভুল তথ্য তুলে ধরা হতো। সাম্প্রতিক কালে সেই প্রথা উঠে যাচ্ছে। সম্পাদকীয় তদারকির অভাবে সোশ্যাল মিডিয়া একদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার মাধ্যম হয়ে উঠেছে যেমন, তেমনই আবার অনিয়ন্ত্রিত অভিব্যক্তির প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে প্রায়শই 'অশোভন' বিষয়বস্তু উঠে আসে। তাই বর্তমান আইনকে আরও কঠোর করে তোলা প্রয়োজন। এতে সকলের সম্মতি প্রয়োজন।" বাক স্বাধীনতা এবং দায়িত্বজ্ঞানের মধ্যে ভারসাম্য থাকা উচিত বলে মত তাঁর।
বিজেপি-র সাংসদ তথা 'রামায়ণ' খ্যাত অভিনেতা অরুণ গোভিলও এর পক্ষে সওয়াল করেন। তাঁকে বলতে শোনা যায়, "সোশ্যাল মিডিয়ায় এমন সব বিষয়বস্তু নিয়ে পোস্ট রয়েছে, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এ নিয়ে নজরদারি চালানো প্রয়োজন। কোন প্ল্যাটফর্মে কী উঠছে, তার উপর নজর রাখা জরুরি।" সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল হতে হবে, ক্ষতিকর বিষয়বস্তুর ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্র জানিয়েছে, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় Information Technologiy (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 201 (IT Tules, 2021) বিজ্ঞপ্তি জারি করে সরকার। OTT প্ল্যাটফর্মের জন্য আদর্শ আচরণ বিধির উল্লেখ ছিস তাতে। আইনত নিষিদ্ধ কিছু সম্প্রচারের অনুমতি নেই ওই আচরণ বিধিতে। শিশুদের দেখার জন্য নয় যেগুলি, তা পরিষ্কার ভাবে জানাতে বলা হয়। এ বছর মার্চ মাসে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ১৮টি OOTT প্ল্যাটফর্মকে ব্লক করে দেয়।