সেই উন্নাও, মেঝেতে আছাড় মাতাল বাবার, মৃত্যু ৩ বছরের মেয়ের!
তিন বছরের মেয়েকে মাতাল অবস্থায় বাবা মেঝেতে আছড়ে মেরে ফেলল!
নয়াদিল্লি: সেই উন্নাও। তিন বছরের মেয়েকে মাতাল অবস্থায় বাবা মেঝেতে আছড়ে মেরে ফেলল! পুলিশের এমনই দাবি। মৌরাওয়ানের স্টেশন হাউস অফিসার অনিল সিংহ জানিয়েছেন, নয়াখেরার বাসিন্দা গোবিন্দ লোধি নামে লোকটি প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করত। তার স্ত্রী গুড়িয়ার দাবি, নেশায় বেসামাল হয়ে গোবিন্দ তাকে মারধর করত। মেয়ে এই দৃশ্য দেখে ভয়ে আমায় আঁকড়ে ধরত। শনিবার এতে আরও রেগে গিয়ে ক্রুদ্ধ গোবিন্দ মেয়েকে মেঝেতে আছাড় মারে। আঘাত লেগে মেয়েটি মারা যায়।
পুলিশ অবশ্য জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে, ময়না তদন্ত রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি উন্নাও খবরের শিরোনাম হয়েছে সেখানকার বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সৌজন্যে। একটি মেয়েকে কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ধর্ষণে অভিযুক্ত সেঙ্গার। সিবিআই তদন্ত চলছে এ ব্যাপারে।