UP Lockdown Extended: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার
UP Complete Lockdown Extended: আগামী ১০ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে
![UP Lockdown Extended: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার UP Complete Lockdown Extended Till 10 May Uttar Coronavirus Lockdown Restrictions Full Guidelines UP Lockdown Extended: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/05/0f017b9b7550f6c29d2237c209c1c7bc_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের লকডাউনের মেয়াদ বাড়াল উত্তর প্রদেশ সরকার। উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। আগামী ১০ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, সংক্রমণ বৃদ্ধির জন্য ৪ মে সকাল ৭টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। গতকাল তার মেয়াদ শেষ হওয়ার পর লকডাউন আরও দুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়। এবার আগামী সোমবার পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানাল রাজ্য সরকার।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, লকডাউন চলাকালীন, বন্ধ থাকবে সব দোকান, সরকারি এবং বেসরকারি অফিস। আগামী সোমবার সকাল ৭টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। শপিং মল, রেস্টুরেন্ট, বারও বন্ধ থাকবে। প্রত্যেককে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। শুধু জরুরি পরিষেবা এর আওতায় নেই বলে জানিয়েছে রাজ্য সরকার। যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদেরও দেওয়া হয়েছে ছাড়পত্র। ওষুধের দোকান, হাসপাতাল সহ অন্যান্য জরুরি পরিষেবার সুবিধা পাওয়া যাবে। রাজ্য সরকার জানিয়েছে, এই পর্বে বন্ধ থাকবে সব ধর্মীয় স্থান।
কোভিড আবহে রাজ্যবাসীর যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলতি সপ্তাহের শুরুতে প্রশাসনিক বৈঠকে সব প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এই লকডাউন চলাকালীন যেন কেউ অভুক্ত না থাকেন তা নজরদারি চালাতে হবে।
সরকারের এক মুখপাত্র জানিয়েছে, এই লকডাউনের জন্য হকার, শ্রমিকদের প্রভাব পড়বে। তাই তাদের দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৫৮। একদিনে মৃত্যু হয়েছে ৩৫২ জন।
এদিকে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমণ। আজ, বুধবার, প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যাও গত দুদিনের তুলনায় ফের বেড়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)