Sayantika Banerjee : বাঁকুড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সায়ন্তিকার, 'টিভিতে মুখ দেখাতে আসার' খোঁচা বিজেপি বিধায়কের
বাঁকুড়ার জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ বিজেপি বিধায়কের।
বাঁকুড়া, পূর্ণেন্দু, সিংহ : টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ভেঙে পড়েছে, এখনও জল জমে রয়েছে অনেক জায়গায়। এই পরিস্থিতিতে বাঁকুড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
রবিবাসরীয় সকালে জিন্স, আকাশি রঙের জামা, কালো মাস্ক, মাথার উপর সানগ্লাস আর পায়ে গাম্বুট পরে চষে বেড়ালেন বাঁকুড়া শহরের ৪, ১০, ১১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বাঁকুড়া-২ ব্লকের মানকানালী এলাকা। জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকার ছবি নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখার পাশাপাশি কথা বললেন সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে। আর এই পুরো বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
সায়ন্তিকা বলেন, বাঁকুড়ার প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুদিন ধরে হাঁটু পর্যন্ত জল ছিল। ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করব। তাই জায়গাগুলি একটু ঘুরে দেখছি। দিদি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেভাবেই আমরা কাজ করি। মানুষের পাশে থাকার এটাই আসল সময়। বাঁকুড়ায় এত ক্ষতি হয়েছে। এই সময় আমার দায়িত্ব এটা দেখার যে, কীভাবে কী করলে মানুষ রিলিফ পান। এখানে আমাদের যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি মানুষের পাশে থাকব।
যদিও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, পরিদর্শন যে কেউ করতেই পারেন। তবে, সময়ে করলে ভাল হয়। সাত দিন ধরে যখন টানা বৃষ্টি হচ্ছিল, কোমর সমান জল দাঁড়িয়েছিল, মানুষ খেতে পাচ্ছিলেন না, মাথার ওপর একচিলতে ঘর নেই, সেই সময় ত্রিপলের ব্যবস্থা করলে ভাল হত। সব কিছু শেষ হয়ে গেছে, মাথার ওপর রোদ, এখন ঘুরতে এসে কী হবে ? যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই সময় ঝাঁপ মারতে হবে। তাপ সহ্য করে বেরিয়ে আসতে হবে...তবেই সেটা সমাজসেবা। টিভিতে মুখ দেখাতে এখন অনেকেই আসবেন।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ১৪৬৮ ভোটে পরাস্ত করেন বিজেপির নীলাদ্রি শেখর দানা।