ভারতের পর এবার আমেরিকায় নিষিদ্ধ টিকটক,উইচ্যাট
কয়েকদিন আগে ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকাও একই পন্থা অবলম্বন করতে পারে।
ওয়াশিংটন: ভারতের পথ অনুসরণ করে এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় দুই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়, দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য অত্য়ন্ত ক্ষতিকর এই দুই অ্যাপ।
বৃহস্পতিবারই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চিনা-মালিকানাধীন টিকটকে আমেরিকার অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাক্যলের বিনিয়োগ করার ইচ্ছে নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে, তার ওপর তিনি নজর রাখছেন।
ট্রাম্প যোগ করেন, চুক্তিকে অনুমোদন দেওয়ার আগে, তিনি নিশ্চিত হতে চান যাতে দেশের নিরাপত্তার স্বার্থের সঙ্গে তা কোনওভাবে আপোস না করে। এর ঠিক ২৪-ঘণ্টার মধ্যেই, টিকটককে নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন।
গতমাসে, এক প্রশাসনিক নির্দেশনামায় স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই দুই চিনা সংস্থা মার্কিন সংস্থায় পরিণত না হলে, তিনি টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করবেন।
মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস বলেন, প্রেসিডেন্টের নির্দেশে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে যাতে কোনও অবস্থায় মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য জোগাড় না করার চক্রান্ত করতে না পারে চিনা অ্যাপগুলি। একইসঙ্গে, জাতীয় মূল্যবোধ থেকে শুরু করে গণতান্ত্রিক নিয়মভিত্তিক আদর্শ এবং মার্কিন আইন ও নিয়মাবলির প্রচার করা জরুরি।
প্রসঙ্গত, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুদেশের সীমান্তে সামরিক সংঘাতের পর গত ২৯ জুন টিকটক ও ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে ভারত। পরে সেই তালিকা বাড়িয়ে ২২৪ করা হয়।
কয়েকদিন আগে ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকাও একই পন্থা অবলম্বন করতে পারে।