এক্সপ্লোর
Advertisement
নর্দমার জল পরীক্ষা করে এলাকায় করোনার অস্তিত্ব খুঁজবে মার্কিং সংস্থা
ওয়েবসাইটে বায়োট জানিয়েছে, শহরের নর্দমার জল পরীক্ষা করে দেখবে। তার মাধ্যমেই নির্ধারণ করার চেষ্টা করবে করোনা ভাইরাসের অস্তিত্ব। কেউ চাইলে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এই পরীক্ষা করাতে পারেন।
নিউইয়র্ক: বিশ্বজুড়ে আরও ভয়াল হচ্ছে করোনা আক্রমণের চিত্র। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। করোনা সংক্রমণ রুখতে নতুন এক পন্থার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণা দল। নালীর জলের সঙ্গে মিশে থাকা মল পরীক্ষা করে এলাকায় করোনা ভাইরাসের অস্তিত্ব নির্ধারণ করার কথা ভাবছেন তাঁরা।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি জার্নালে বলা হয়েছে, মানুষের শরীরেই করোনা ভাইরাস ও সার্সের জীবাণু জীবন্ত অবস্থায় থাকে। মানুষই এই জীবাণু বহন করে।এই তথ্যের উপর ভরসা করে বায়োবট নামে একটি মার্কিন ওয়েস্ট ওয়াটার অ্যানালেটিকস কোম্পানি এমআইটি ও অন্য একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সহায়তায় একটি গবেষণা করবে।
ওয়েবসাইটে বায়োট জানিয়েছে, শহরের নর্দমার জল পরীক্ষা করে দেখবে। তার মাধ্যমেই নির্ধারণ করার চেষ্টা করবে করোনা ভাইরাসের অস্তিত্ব। কেউ চাইলে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এই পরীক্ষা করাতে পারেন।
ওই গবেষণা সংস্থার দাবি, এতে করে কোনও আক্রান্তের এলাকার নালীর জল পরীক্ষা করে ওই এলাকায় জীবাণুর সংক্রমণের সম্ভাবনা নিয়ে পরিষ্কার চিত্র পাওয়া যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement