পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলেছিল মার্কিন সেনা, খিদে-তেষ্টায় কাঁপছিল শরীর, গা-শিউরে ওঠা অভিজ্ঞতা ভারতীয়র
রবিবার আমেরিকা থেকে অমৃতসরে ফেরত পাঠানো ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীর মধ্যে ছিলেন যতিন্দর সিং ।

হাতে বেড়ি, পায়ে শিকল। বিমানে ওঠার সময় যাত্রীদের এমন ভিডিও প্রকাশ করে, আমেরিকার হুঁশিয়ারি- এলিয়েনদের ভারতে ফেরত পাঠানো হবে। ক্ষমতায় এসেই, আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর যেভাবে ফেরত পাঠানো হয়েছে তাঁদের, তা দেখেই ছ্যাঁৎ করে উঠেছে বুক সকলের। ছি, ছি করেছে ভারতের মানুষ। কিন্তু সিদ্ধান্তে অবিচল আমেরিকা। কিন্তু যে ভারতের প্রধানমন্ত্রীকে 'বন্ধু' সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট, সেই দেশের মানুষকে দেশে ফেরানোর আগে কেন এমন অসম্মান সহ্য করতে হল? এমনকী সম্মান রাখা হল না তাঁদের ধর্মীয় চিহ্নর ! হালে সে দেশ থেকে ফেরার পর ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ( interview with India Today) ভয়ঙ্কর অভিজ্ঞতার করা শেয়ার করেছেন এক শিখ সম্প্রদায়ের ব্যক্তি।
রবিবার আমেরিকা থেকে অমৃতসরে ফেরত পাঠানো ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীর মধ্যে ছিলেন যতিন্দর সিং । ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে প্রকাশ, যতিন্দরকে দেশে ফেরার আগে একটি ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়। সেখানে দু'সপ্তাহ থাকার অভিজ্ঞতা ছিল চূড়ান্ত অসম্মানজনক, জানিয়েছেন তিনি। পদে পদে তাঁর উপর চলে নির্যাতন। খিদেয় পেট কামড়ে ধরেছে, তবু খেতে পাননি সময়মতো। সেখানেই শেষ নয়, শিখ সম্প্রদায়ের মানুষের সদাসঙ্গী ধর্মীয় প্রতীক মাথাক পাগড়িটিও খুলে ছুঁড়ে ফেলে দেয় মার্কিন সেনাবাহিনী। সম্মানের পাগড়িটির স্থান হয় ডাস্টবিনে।
অমৃতসরে কর্মসংস্থানের সুযোগ না থাকায় যতিন্দর তাঁর পরিবারের ভরণপোষণ জোগানোর আশায় গিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু সম্ভবত ছিল না বৈধ কাগজপত্র। রবিবার রাতে মার্কিন সামরিক বিমানে তাঁকে এবং ১১১ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে অমৃতসরে ফিরিয়ে আনা হয়। প্রায় ৩৬ ঘন্টা তাঁদের হাত-পা বেঁধে রাখা হয় শিকলে।
যতিন্দর জানান, গত ২৭ নভেম্বর মার্কিন সীমান্তে প্রবেশের সময় ধরা পড়েন তিনি। তারপর পড়ার পর আমাকে দুই সপ্তাহের রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। সেখানে মার্কিন সেনা, তাঁর আপত্তি সত্ত্বেও আমার পাগড়ি খুলে ফেলতে বাধ্য করে। তারপর পাগড়িটা ডাস্টবিনে ফেলে দেয়। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে প্রকাশ, খাবার বলতে ছিল দুবার চিপস আর ফলের রস। ৫০ লক্ষ টাকা এজেন্টকে দিয়ে কাজের আশায় গিয়েছিলেন আমেরিকা, ধারণা ছিল না এভাবে ঘাড়ধাক্কা খেতে হতে পারে। পানামা জঙ্গল পার হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন যতিন্দর, মাঝপথেই বুঝেছিলেন এজেন্টের প্রতিশ্রুতি ভুয়ো। তারপর যখন কষ্ট করে মার্কিন সীমান্ত পার হন, তখন ধরা পড়ে যান সীমান্তরক্ষীদের কাছে। যতিন্দর সিংয়ের দাবি, মার্কিন সামরিক বিমানে শেকল দিয়ে বেঁধে ৩৬ ঘন্টার উড়ানে দেশে পৌঁছন তাঁরা। পথে তেমন খাবারও জোটেনি। শৌচাগারে যেতে চাইলেও পড়েছেন সমস্যায়। বিমান অবতরণের ১০ মিনিট আগে তারা শিকল খুলে দেওয়া হয়।
এখন নাক-কান মুলে নিজের কাছে যতিন্দরের প্রতিজ্ঞা আর বিদেশ নয়, যা করবেন এই দেশেই ।






















