এক্সপ্লোর
Advertisement
স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছে কুকি, শুভেচ্ছাপত্র, ১০ বছরের ইন্দো-মার্কিন বালিকাকে সম্মান জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যে নারী পুরুষদের আমরা সম্মানিত করছি তাঁরা আমাদের মনে করিয়েছেন সেই বন্ধনের কথা, যা কঠিন সময়ে আমাদের বেঁধে রাখে। আমাদের উত্তরণ ঘটায় যাতে আমরা নতুন করে সব কিছু গড়ে তুলতে পারি।
ওয়াশিংটন: ১০ বছরের শ্রাভ্যা আন্নাপ্পারেড্ডি নার্স ও দমকলকর্মীদের কুকি উপহার দিয়েছে। নিজের হাতে তৈরি গ্রিটিং কার্ড পাঠিয়েছে করোনার বিরুদ্ধে যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সম্মানিত করলেন।
শ্রাভ্যা আমেরিকা প্রবাসী ভারতীয়। বাবা মা অন্ধ্র প্রদেশের মানুষ। সে গার্ল স্কাউটস সদস্য, মেরিল্যান্ডের হ্যানোভার হিলস এলিমেন্টারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনার বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে যাঁরা যুদ্ধ করছেন তাঁদের সম্মানিত করেন। এঁদের মধ্যে ছিল মেরিল্যান্ডের গার্ল স্কাউটসের সদস্যরা, যারা চিকিৎসক, নার্স ও দমকলকর্মীদের জন্য ১০০ বাক্স কুকি পাঠিয়েছিল। ১০ বছরের ৩ বালিকার অন্যতম ছিল শ্রাভ্যা। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যে নারী পুরুষদের আমরা সম্মানিত করছি তাঁরা আমাদের মনে করিয়েছেন সেই বন্ধনের কথা, যা কঠিন সময়ে আমাদের বেঁধে রাখে। আমাদের উত্তরণ ঘটায় যাতে আমরা নতুন করে সব কিছু গড়ে তুলতে পারি।
কুকি ছাড়াও তারা ২০০ হাতে তৈরি শুভেচ্ছাপত্রও স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠায়।
সম্মানীতদের মধ্যে রয়েছেন অ্যামি ফোর্ড নামে পশ্চিম ভার্জিনিয়ার উইলিয়ামসনের এক নার্স, যিনি করোনা রোগীদের চিকিৎসা করতে রোজ নিউ ইয়র্কের ব্রুকলিনে আসেন। ট্রাম্প জানিয়েছেন, ৪২ দিন ধরে আইসিইউ-তে ১২ ঘণ্টা করে ডিউটি দিচ্ছেন অ্যামি, একবার সারারাত এক বৃদ্ধার হাত ধরে বসেছিলেন, যাতে তাঁর মনে না হয়, তাঁকে ছেড়ে সকলে চলে গিয়েছে। ট্রাম্প বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement