US Gun Violence: ওয়ালমার্ট স্টোরে এলোপাথাড়ি গুলি, ফের বন্দুকবাজ হামলা আমেরিকায়, মৃত অন্তত ১০
Mass Shooting: চেসাপিক শহরের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা বেজে ১২ মিনিটে হামলা শুরু হয়।
ভার্জিনিয়া: আমেরিকায় ফের বন্দুকবাজ হামলা (US Mass Shooting)। ভার্জিনিয়া প্রদেশের চেসাপিক শহরের ওয়ালমার্ট সুপারমার্কেটে হামলা (Walmart Gun Violence)। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্য়ুর খবর মিলেছে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, ওই সুপার মার্কেটের স্টোর ম্যানেজারই আততায়ী। আচমকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। শেষে নিজেও আত্মঘাতী হন (US Gun Violence)।
আমেরিকার ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে বন্দুকবাজ হামলা
ওয়ালমার্টে বন্দুকবাজের হামলার কথা নিশ্চিত করেছে চেসাপিক শহরের পুলিশও। ঠিক কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। আগে আততায়ীর নামে অপরাধের রেকর্ড ছিল কিনা, সে নিয়েও মুখ খোলেননি তিনি। তবে এখনও পর্যন্ত ১০ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েক জন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে (US Gun Control)।
চেসাপিক শহরের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা বেজে ১২ মিনিটে হামলা শুরু হয়। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিও সামনে এসেছে, তাতে ওয়ালমার্ট সুপারস্টোরের বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। স্টোর ম্যানেজার একাই হামলা চালিয়েছেন বলে জানা যাচ্ছে।
🚨#BREAKING: A Walmart manager has shot multiple employees ⁰
— R A W S A L E R T S (@rawsalerts) November 23, 2022
📌#Chesapeake l #VA ⁰
Police are to responding to multiple fatalities and injuries inside a Walmart superstore in VA with officials saying the Manager at Walmart Started to open fire shooting Multiple employees inside pic.twitter.com/JgnCleOvz3
এই ঘটনায় ওয়ালমার্টের তরফে বিবৃতি জারি করে বলে হয়, এই ঘটনায় হতবাক তারা। পুলিশের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করছে তারা। ওয়ালমার্টের এক কর্মী এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্টাফ রুম থেকে সবে বাইরে বেরোন তাঁরা। সেই সময় স্টোর ম্যানেজার গুলি চালাতে শুরু করেন। সংস্থার বেশ কয়েক জন কর্মী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েক জন গুলিবিদ্ধও হয়েছেন।
আরও পড়ুন: Suvendu Kunal : ' শুভেন্দু অধিকারী কোন সাগর-ছ্যাঁচা মানিক ? ' রাজ্যপালের শপথে না-থাকায় খোঁচা কুণালের
ইদানীং কালে আমেরিকায় একের পর এক বন্দুকবাজ হামলার ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সন্ধেয় কলোরাডোয় একটি সমকামি নাইটক্লাবে হামলা চালানো হয়। তাতে পাঁচ জনের মৃত্যু হয়। জখম হন ১৭ জন। তার পরই ভার্জিনিয়ার ওয়ালমার্ট সুপারস্টোরে হামলা চলল। এর আগে, ২০১৯ সালে টেক্সাসের এল পাসো ওয়ালমার্টেও হামলা হয়। সে বার ২৩ জনের মৃত্যু হয়।
বন্দুকবাজ হামলার নেপথ্যে কি অস্ত্র রাখার অবাধ অধিকার!
আমেরিকায় প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার রয়েছে। বন্দুকবাজ হামলার নেপথ্যে তারও ভূমিকা তুলে ধরেন কেউ কেউ। পরিসংখ্যান বলছে, রিপাবলিকান অনুগামী দেশের ৪৪ শতাংশের কাছে বন্দুক রয়েছে। ডেমোক্র্যাট অনুগামীদের ২০ শতাংশের কাছে রয়েছেন বন্দুক। গ্রামের দিকে দেশের ৪১ শতাংশ প্রাপ্তবয়স্কের বন্দুক রয়েছে। শহরে সংখ্যাটা তুলনামূলক কম, ২৯ শতাংশ। আমেরিকায় পুরুষদের ৩৯ শতাংশের বন্দুক আছে। বন্দুক রয়েছে ২২ শতাংশ মহিলা নাগরিকের কাছে।