Texas Shootout: ফের গুলিকাণ্ড! রক্তাক্ত টেক্সাসের প্রাথমিক স্কুল
USA Mass Shooting: টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো এক যুবক। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুলিকাণ্ডে এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি (Firing) চালালো এক যুবক। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুলিকাণ্ডে এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে হয়েছে ১৮ জন শিশুও। মৃত্য়ু হয়েছে ১৮ বছরের হামলাকারীরও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন।
কোথায় হামলা:
প্রশাসন সূত্রে খবর, টেক্সাসের (Texas) ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে ( Elementary School in Uvalde) হামলা হয়েছে। গুলিকাণ্ডে অভিযুক্ত তরুণের নাম সালভাদর র্যামোস। গতকাল একটি হ্যান্ডগান ও একটি রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে অভিযুক্ত। তার পরনে ছিল একটি বুলেটপ্রুফ জ্যাকেটও (Bulletproff Jacket)। অভিযোগ, স্কুলে ঢুকেই চারিদিকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অভিযুক্ত। স্কুলে ঢোকার আগে গাড়ি নিয়ে ধাক্কাও মারে অভিযুক্ত।
আগেও হামলা:
সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কুলে হামলা করার আগে নিজের ঠাকুমাকেও গুলি করেছে ওই যুবক। তাঁর অবস্থাও সঙ্কটজনক।
কেন এই হামলা:
স্কুলে কেন এই হামলা চলেছে? তার কারণ এখনও জানা যায়নি। হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত এক দশকের মধ্যে আমেরিকার ইতিহাসে এটি অন্যতম বড় হামলা বলে দাবি প্রশাসনের।
উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট:
প্রাথমিক স্কুলে গুলিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
These kinds of mass shootings rarely happen elsewhere in the world.
— President Biden (@POTUS) May 25, 2022
Why are we willing to live with this carnage? Why do we keep letting this happen? Where in God’s name is our backbone to have the courage to deal with it?
It’s time to turn this pain into action.
আগেও হামলা:
এর আগেও একাধিকবার আমেরিকায় স্কুলে হামলা হয়েছে। ফ্লোরিডা, হাউস্টন-এরকম একাধিক জায়গায় স্কুলে ঢুকে গুলি চলেছে। মারাও গিয়েছেন পড়ুয়া-শিক্ষক। বারবার গুলিকাণ্ড আমেরিকার মাটিতে। আমেরিকায় অস্ত্র আইনে বারবার লাগাম টানানোর দাবি উঠছে। অস্ত্র আইনে লাগাম না থাকার জন্য়ই এমন ঘটনা বারবার করছে বলে অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন: 'কুতুব মিনার সৌধ, পূজা-অর্চনার জায়গা নয়', আদালতে বলল ASI