Uttar Pradesh Bahraich Violence : UP-র বাহরাইচে হিংসায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী যোগীর; গ্রেফতার ৫০-এর বেশি, বন্ধ বাজার-ইন্টারনেট পরিষেবা
Bahraich Violence : মঙ্গলবার আধিকারিকরা জানান, দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। টানা দ্বিতীয় দিন মানুষজন বাড়িতেই রয়েছেন।
বাহরাইচ (উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশের বাহরাইচে হিংসার ঘটনায় নিহত ২২ বছরের যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিজনদের তিনি আশ্বাস দেন, ক্ষমার-অযোগ্য এই ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না। এর পাশাপাশি নিহতের পরিবারকে দ্রুত ১০ লক্ষ টাকা সহায়তারও নির্দেশ প্রশাসনকে দেন তিনি। অন্যান্য প্রকল্পেও তাঁদের সাহায্য করা হবে। এদিন নিহতের বাবা-মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে লখনৌয়ের মিটিংয়ে যোগ দিতে যান মহসীর বিজেপি বিধায়ক সুরেশ্বর সিং।
এদিকে মহারাজ শহরে ওই হিংসার ঘটনায় ৫০-এর বেশি জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আধিকারিকরা জানিয়েছেন, এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। টানা দ্বিতীয় দিন মানুষজন ঘরবাড়িতেই রয়েছেন। বাইরে বেরোচ্ছেন না।
ভাচুর্য়ালিও বিচ্ছিন্ন রাখা হয়েছে অশান্তি-বিধ্বস্ত ওই এলাকাকে। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে।
গত রবিবার দুর্গা প্রতিমার নিরঞ্জনকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। পাথর ছোড়া হয়, চলে গুলি। তাতে বছর ২২-এর যুবক নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন। ঘটনার জেরে শোরগোল পড়ে যায়। এদিন নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বৈঠকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে উত্তরপ্রদেশ সরকার। তাতে শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যখন তাঁদের সঙ্গে কথা বলছেন, তখন নিহত যুবকের বাবা তাঁর স্ত্রীকে আবেগ নিয়ন্ত্রণ করতে বলছেন। দম্পতিকে নিজেদের চোখ মুছতেও দেখা যায়। পাশে নীরবে বসে যুবকের স্ত্রী।
এরপর এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী যোগী লেখেন, বাহরাইচ জেলায় দুর্ভাগ্যজনক ঘটনায় নিহত যুবকের শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে আজ লখনৌতে দেখা করলাম। শোকের এই সময়ে, সমস্ত সংবেদনশীলতা ও অঙ্গীকার নিয়ে নিহতের পরিবারের সঙ্গে আছে উত্তরপ্রদেশ সরকার। নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়া এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের অগ্রাধিকার। কোনও মূল্যেই ক্ষমার অযোগ্য এই ঘটনায় জড়িতদের ছাড়া হবে না।
বৈঠকের পর নিহত যুবকের খুড়তুতো ভাই বলেন, 'মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা প্রয়োজন তার সব পেয়েছি আমরা। আমরা ন্যায়বিচার পাব, এব্যাপারে পুরো পরিবার আশাবাদী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। উনি যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।