এক্সপ্লোর
Advertisement
দত্তক নিয়ে বাছুরের ‘মুন্ডন’ করল উত্তরপ্রদেশের ১৫ বছরের নিঃসন্তান দম্পতি
শাহজাহানপুর জেলার ঘটনা এটি। অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি প্রায় শ-পাঁচেক মানুষ। নিজের গ্রাম,আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব তো বটেই,আশেপাশের গ্রামের লোকজনও এসেছিলেন অনুষ্ঠানে।দম্পতি তাঁদের বাছুর সন্তানের নাম দিয়েছেন লাল্টু বাবা।
নয়াদিল্লি: বিয়ের ১৫ বছর অতিক্রান্ত হলেও নিঃসন্তান ছিলেন উত্তরপ্রদেশের দম্পতি বিজয়পাল ও রাজেশ্বরী দেবী। বহু চেষ্টাতেও সন্তানলাভ হয়নি। শেষে তাঁরা ঠিক করেন সন্তান দত্তক নেবেন। সন্তান হিসেবে একটি বাছুরকে দত্তক নিলেন তাঁরা। শাহজাহানপুর জেলার ঘটনা এটি। অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি প্রায় শ-পাঁচেক মানুষ। নিজের গ্রাম,আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব তো বটেই,আশেপাশের গ্রামের লোকজনও এসেছিলেন অনুষ্ঠানে।দম্পতি তাঁদের বাছুর সন্তানের নাম দিয়েছেন লাল্টু বাবা। লাল্টু’কে গোমতী নদীর তীরে নিয়ে গিয়ে পুজো দেন তাঁরা। ‘মুন্ডন’রীতি মেনে মাথা ন্যাড়া করেন। পুরোহিত বাবা-মা ও তাঁদের সন্তানকে আশীর্বাদ দান করেন।
বিজয়পালের সাফ কথা, ‘‘যদি আমরা গরুকে মা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে তার বাছুরকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারব না কেন? আমি ওকে আমার ছেলে হিসেবেই দেখেছি। জন্ম থেকেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছে ও। আমাদের প্রতি লাল্টুর ভালবাসা নিঃশর্ত আর খাঁটি।’’
লাল্টুর মা’কে বিজয়পালের পরিবারে নিয়ে আসেন তাঁর বাবা। কিছুদিন আগে গরুটি মারা যায়। এরপরই লাল্টুকে পাকাপাকি ভাবে ‘সন্তান’ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন বিজয়পাল ও তাঁর স্ত্রী। শাহজাহানপুরে নিজেদের বাড়িতে _ একাই থাকেন ওই দম্পতি। বিজয়পালের বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। বিয়ে হয়ে গিয়েছে ছোট দুই বোনের।ওই দম্পত্তির এক প্রতিবেশী রত্নেশ মিশ্র জানান, দম্পতিটি খুবই নিঃসঙ্গ ছিলেন। এবার তাঁদের মুখে হাসি ফুটবে।
এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, গত বছর সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে যে, এবার থেকে কেউ গরুকে দত্তক নিলে দৈনিক ৩০ টাকার ভাতা পাবেন। সর্বোচ্চ চারটি বাছুর দত্তক নেওয়া যাবে বলেও জানিয়ে দেওয়া হয়। সেই ভাতার দ্বারা অনুপ্রাণিত হয়েই ধীরে ধীরে গ্রামবাসীরা বাছুর দত্তক নেওয়ার কথা ভাবছেন কি,সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement