Hathras Lakhimpur Assembly Election Results: হাথরস-লখিমপুরে বিজেপির জয়জয়কার, পদ্মেই আস্থা দুই 'বিতর্কিত' এলাকার
Uttar Pradesh Assembly Election Results 2022: দুটি ঘটনায় প্রশ্নের মুখোমুখি হয়েছে যোগী সরকার। এই দুটি ঘটনা ভোটে ছাপ ফেলতে পারে বলেই মত ছিল। কিন্তু আজ ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ছবিটা একটু আলাদা।
![Hathras Lakhimpur Assembly Election Results: হাথরস-লখিমপুরে বিজেপির জয়জয়কার, পদ্মেই আস্থা দুই 'বিতর্কিত' এলাকার Uttar Pradesh Hathras Lakhimpur Assembly Election Results 2022 BJP leads in primary trend Anjula Singh Mahaur wining path Hathras Lakhimpur Assembly Election Results: হাথরস-লখিমপুরে বিজেপির জয়জয়কার, পদ্মেই আস্থা দুই 'বিতর্কিত' এলাকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/fd756009cb663a74bf79ef17b1e0300a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: হাথরসে তরুণীর নৃশংস গণধর্ষণের ঘটনা আজও বিতর্কিত ও চর্চিত বিষয় গোটা দেশে। এরপর ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুরে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া এবং ৪ কৃষকের মৃত্যু ঘিরে গোটা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি ঘটনায় প্রশ্নের মুখোমুখি হয়েছে যোগী সরকার। এই দুটি ঘটনা ভোটের সমীকরণে ছাপ ফেলতে পারে বলেই মত ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু আজ ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ছবিটা একটু আলাদা।
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে প্রায় ৬০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়েছে পদ্ম শিবির। অন্যদিকে, গতবারের তুলনায় ভাল ফল করেও দু’নম্বরে সমাজবাদী পার্টি। ১৪ শতাংশের বেশি ভোট পেল বহুজন সমাজ পার্টি। এখনও পর্যন্ত যা ট্রেন্ড সেই অনুযায়ী, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে কামব্যাকের পথেই যোগী আদিত্যনাথ।
এর আগে কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতেও বিজেপির জয় জয়কার। ৮ আসনের মধ্যে ৬টিতে এগিয়ে পদ্ম প্রার্থীরা। হাথরসে এগিয়ে বিজেপি প্রার্থী অঞ্জুলা সিংহ মাহাউর।
কোন রাজ্যে এগিয়ে কোন দল-
উত্তরপ্রদেশ
বিজেপি ২৪০
এসপি ১০৮
বিএসপি ৫
কংগ্রেস ৬
অন্যান্য ০
উত্তরাখণ্ড
বিজেপি ৪৩
কংগ্রেস ২৩
আপ ০
বিএসপি ০
অন্যান্য ৪
পাঞ্জাব
আপ ৯০
কংগ্রেস ১৩
শিরোমণি অকালি দল ৯
বিজেপি ৪
অন্যান্য ১
গোয়া
বিজেপি ১৭
কংগ্রেস ১৪
তৃণমূল ৫
আপ ১
অন্যান্য ৩
মণিপুর
বিজেপি ২৩
কংগ্রেস ১৩
এনপিপি ১১
এনপিএফ ৬
অন্যান্য ৭
আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। গোটা দেশের নজর উত্তরপ্রদেশের দিকে। যোগী-অখিলেশের মধ্যে লখনউয়ের মসনদে বসবে কে? কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)