Uttarkashi Tunnel Rescue LIVE: ৪০০ ঘণ্টার লড়াই শেষ, সুড়ঙ্গ থেকে ৪১জন শ্রমিকই উদ্ধার
Uttarkashi tunnel Rescue Operation Live: উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক।আশার কথা শোনালেন উদ্ধারকারীরা।
LIVE
Background
পার্থপ্রতিম ঘোষ, উত্তরকাশী, উত্তরাখণ্ড: ১৭ দিন পার, উত্তরকাশীর ( Uttarkashi rescue) সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। অব্যাহত উৎকণ্ঠা এবং উদ্বেগ। এসবের মধ্যেও আশার কথা এটাই, এদিন আর নতুন করে কোনও বাধার সমমুখীন হতে হয়নি উদ্ধারকারীদের। এক সঙ্গে চলছে ভার্টিক্যাল এবং ম্যানুয়াল ড্রিলিং। সকাল পর্যন্ত ৫২ মিটার ভার্টিক্যাল ড্রিলিং হয়েছে। পাহাড়ের উপর থেকে ভার্টিক্যাল অর্থাৎ উলম্বভাবে ড্রিলিংয়ের সময়, এদিন জল বের হতে শুরু হয়। সেই জল বের করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, আলাদা লাইফ-লাইন চালুর কাজও প্রায় শেষের মুখে।
একই সঙ্গে টানেল (Uttarakhand Tunnel Collapse) থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজও শেষ হয়েছে গতকাল। শুরু হয়েছে, সুড়ঙ্গে সমান্তরাল পথে পাথর সরানোর কাজ। তার জন্য ১২ জন শ্রমিককে আনা হয়েছে। তাঁরা, ঘুরিয়ে ফিরিয়ে ২৪ ঘণ্টা কাজ করবেন। এদিকে, ১৬ দিন ধরে আটকে থাকার পর শ্রমিকদের মনোবল যাতে কোনওভাবে ভেঙে না পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক রেসকিউ রোবটিক সিস্টেম আনা এসেছে। এদিন সিল্কিয়ারায় উদ্ধারকাজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব S S সান্ধু। সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গের পাশে যজ্ঞের আয়োজন করা হয়। অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং।
সোশাল মিডিয়ায় (Social Media) তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উত্তরকাশী সুড়ঙ্গ ধসের জন্য দায়ী বিজেপি! অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অবহেলা করা হয়েছে, হিমালয়ের ভঙ্গুরতা এবং বহন ক্ষমতাকে। লাভ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা অবহেলা করা হয়েছে। অর্থনৈতিক লাভের জন্য আর কতদিন মানুষকে বলি দেবেন?
Uttarkashi Tunnel Rescue Operation Live:সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো।
সুড়ঙ্গ থেকে প্রথম প্রথম ২ শ্রমিক ঝাড়খণ্ডের। উদ্ধার ঝাড়খণ্ডের বিজয় হোরো, গণপতি হোরো।
Uttarkashi Tunnel Rescue Operation: ১৭দিনের লড়াইয়ের পরে বেরিয়ে এলেন হুগলি, কোচবিহারের ৩ বাঙালি
১৭দিনের লড়াইয়ের পরে বেরিয়ে এলেন হুগলি, কোচবিহারের ৩ বাঙালি। উত্তরকাশী থেকে হুগলি-কোচবিহার-উদ্ধারের পর সবার চোখে জল
Uttarkashi Tunnel Rescue Operation Live:সুড়ঙ্গ থেকে ৪১জনকেই উদ্ধার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
সুড়ঙ্গ থেকে ৪১জনকেই উদ্ধার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। 'উদ্ধারের সাফল্য আমাকে আবেগপ্রবণ করে দিয়েছে, আপনাদের সাহস আর ধৈর্য আমাদের অনুপ্রাণিত করেছে',আটক শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীদেরও শুভেচ্ছা জানালেন মোদি।
Uttarkashi Tunnel Rescue Operation: চেক আপ করিয়েছো তো?', ছেলের সঙ্গে ১৭ দিন পরে মোবাইলে কথা বলার সময় প্রথম এই প্রশ্নই করলেন হুগলির বাসিন্দা সৌভিক পাখিরার মা।
'চেক আপ করিয়েছো তো?', ছেলের সঙ্গে ১৭ দিন পরে মোবাইলে কথা বলার সময় প্রথম এই প্রশ্নই করলেন হুগলির বাসিন্দা সৌভিক পাখিরার মা।
Uttarkashi Tunnel Rescue Operation Live:মুক্তির আলো দেখলেন ৪১জন শ্রমিক, উদ্ধার পেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বললেন হুগলির সৌরভ পাখিরা
মৃত্যুর সঙ্গে যুদ্ধে জীবনেরই জয়, মুক্তির আলো দেখলেন ৪১জন শ্রমিক। উদ্ধার পেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বললেন হুগলির সৌরভ পাখিরা