Veer Savarkar College Row: সাভারকরের নামে নতুন কলেজ, কাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি, তীব্র আপত্তি, চলছে প্রতিবাদ
Narendra Modi: দক্ষিণপন্থী সাভারকরের নামে কলেজের নাম রাখার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ছাত্রছাত্রীরা।
নয়াদিল্লি: দিল্লিতে নতুন কলেজের নামকরণ ঘিরে এবার টানাপোড়েন। আগামী কাল দিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দু'টি নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি কলেজের নাম প্রস্তাব করা হয়েছে 'বীর সাভারকর কলেজ', অন্যটির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের নামে। সাভারকররে নামে কলেজের নাম রাখা নিয়েই আপত্তি উঠেছে। (Veer Savarkar College Row)
দক্ষিণপন্থী সাভারকরের নামে কলেজের নাম রাখার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ছাত্রছাত্রীরা। কংগ্রেসের ছাত্র সংগঠন National Students' Union of India (NSUI) এই প্রতিবাদের একেবারে অগ্রভাগে রয়েছে। NSUI-এর তরফে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সাভারকর নয়, অধুনা প্রয়াত, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নামে কলেজের নামকরণের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। (Narendra Modi)
Dear @narendramodi Ji,
— Varun Choudhary (@varunchoudhary2) January 2, 2025
As you inaugurate a college in the name of VD Savarkar, NSUI demands the new DU college be named after Former PM Dr. Manmohan Singh Ji.
He established numerous universities and brought the Central Universities Act. A Central University must also be… pic.twitter.com/jtghlIjrE6
মোদিকে লেখা চিঠিতে মোট তিনটি দাবি জানিয়েছে NSUI, ১) দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে তৈরি নতুন কলেজটির নামকরণ হোক মনমোহন সিংহের নামে, ২) মনমোহনের নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ৩) দেশভাগের সাক্ষী পড়ুয়া থেকে কীভাবে আইকন হয়ে উঠলেন মনমোহন, তাঁর জীবনের আখ্যানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, অগাধ পাণ্ডিত্য ছিল মনমোহনের। অর্থনীতিবিদ হিসেবে সর্বত্র বন্দিত তিনি। জনকল্যাণে উৎসর্গ করেছেন নিজের জীবন। মনমোহনের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামেকরণ হলে আগামী প্রজন্ম অনুপ্রেরণা পাবে, মনমোহনের দূরদর্শিতাকেও সম্মান জানানো সম্ভব হবে।
দেশের এমন অগণিত স্বাধীনতা সংগ্রামী রয়েছে, যাঁদের নামে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির নামকরণ করা সম্ভব বলেও জানিয়েছেন পড়ুয়ারা। দিল্লি বিশ্ববিদ্যালয়েরও নামকরণও স্বাধীনতা সংগ্রামীদের নামে করা যেতে পারে বলে জানানো হয়েছে।
পড়ুয়াদের দাবি, সাভারকর মোটেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেনের বক্তব্য, "দেশের সার্বভৌমিকতা, দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন বহু স্বাধীনতা সংগ্রামী। তাঁদের নামে কলেজ করে সম্মান জানানো যেত। বিজেপি-র যেহেতু কোনও নেতা বা আইকন নেই, তাই ইংরেজ সমর্থকদের বৈধতা প্রদানের চেষ্টা চলছে।" আগামী কাল নজফগড়ের রোশনপুরায় 'বীর সাভারকর কলেজে'র ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মোদির।
দিল্লিতে সাভারকরের নামে কলেজের জন্য ১৪০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। ১৮ হাজার ৮১৬.৫৬ স্ক্য়োয়্যার মিডার জায়গা জুড়ে তৈরি হবে ক্যাম্পাস। ২৪টি ক্লাসরুম, আটটি টিউটোরিয়াল রুম, একটি ক্যান্টিন, ৪০টি ফ্যাকাল্টি রুম, একটি গ্রন্থাগার এবং একটি কনফারেন্সরুম থাকবে বলে জানা গিয়েছে। মিলবে আধুনিক সুযোগসুবিধা। আসলে বিজেপি সাভারকরকে মহাত্মা গাঁধীর সঙ্গে এক আসনে বসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ কংগ্রেসের।