Gujarat Bridge Collapse: গাড়িঘোড়া সমেত হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু, গুজরাতে ফের বড় বিপর্যয়, বাড়ছে হতাহতের সংখ্যা
Vehicles Fall into River in Gujarat:উদ্ধারকার্য শুরু হয়েছে।

ভডোদরা: ফের সেতু বিপর্যয় গুজরাতে। মহিসাগর নদীর উপর ভেঙে পড়ল সেতু। বিপর্যয়ের সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল তিন-চারটি গাড়ি। সবসুদ্ধই সেতুটি নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন'জনের মৃত্যুর খবর সামনে আসছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। এই ঘটনা ২০২২ সালের মোরবি সেতু বিপর্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার মাচ্ছু নদীতে ভেঙে পড়েছিল ঝুলন্ত সেতু। সবমিলিয়ে সেবার প্রায় ১৫০ মানুষের মৃত্যু হয়, মৃতদের তালিকায় অনেক শিশুও ছিল। (Gujarat Bridge Collapse)
বুধবার সকালে গুজরাতের ভডোদরার পডরা তালুকের গম্ভীরা-মুজপুর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। আচমকাই সেতুর মাঝামাঝি অংশ কার্যত খসে পড়ে নীচের মহিসাগর বা মাহি নদীতে। সেতুর ওই অংশে তিন-চারটি গাড়ি ছিল। সব সমেতই সেতুর ওই অংশ নদীতে পড়ে যায়। সেতুর যে অংশ দাঁড়িয়ে রয়েছে, তার একেবারে কিনারায় বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে একটি তেলের ট্যাঙ্কার। (Vehicles Fall into River in Gujarat)
#Gujarat
— Dilip Kshatriya (@Kshatriyadilip) July 9, 2025
Tragedy Strikes as Dilapidated Gambhira Bridge Collapses In Gujarat . According to initial information two killed in the incident.. More details awaited.@NewIndianXpress @santwana99 @jayanthjacob pic.twitter.com/xqfO0FZKaS
ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, নীচে নদীর জলে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি গাড়ি। উপরে সেতুর উপর ঝুলে রয়েছে একটি তেলের ট্যাঙ্কার। সেখানে কিছু মানুষকেও দেখা যাচ্ছে। সকালে ব্যস্ত সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার করা হ্য়েছে। আরও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় সেতুর ওই অংশে চারটি গাড়ি ছিল, দু'টি ট্রাক, একটি বোলেরো এসিউভি এবং একটি পিকআপ ব্যান। নদী পেরনোর সময় আচমকাই বিপত্তি দেখা দেয়। হুড়মুড়িয়ে বেঙে পড়ে সেতুর মাঝের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। এত পর জলে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ভডোদরা জেলা প্রশাসনের আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। উদ্ধারকার্য চলছে।
ভডোদরার জেলাশাসক অনিল ধামেলিয়া উদ্ধারকার্যের তদারকি করছেন। তিনি বলেন, "উদ্ধারকার্য শুরু হয়েছে। ডুবুরি নামানো হয়েছে, নৌকা নেমেছে জলে। পুরসভার টিমও পৌঁছেছে। আপদকালীন পরিষেবা প্রদানকারী কর্মীরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এখনও পর্যন্ত ন'জনের দেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন ছ'জন।"






















