Ireland: স্কুলের বাইরে ৩ শিশুকে ছুরির কোপ, দফায় দফায় উত্তেজনা, উত্তপ্ত ডাবলিন
Dublin News: একাধিক দোকানে লুটপাট, পুলিশের সঙ্গে হাতাহাতি। একাধিক গাড়িতে আগুন ধরে দেয় উত্তেজিত জনতা।
নয়াদিল্লি: স্কুলের বাইরে ৩ শিশুকে ছুরির কোপ। ঘটনায় আহত আরও ২। যা ঘিরে উত্তপ্ত আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন (Dublin)। রীতিমতো হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। একাধিক দোকানে লুটপাট, পুলিশের সঙ্গে হাতাহাতি। একাধিক গাড়িতে আগুন ধরে দেয় উত্তেজিত জনতা।
৩ শিশুকে ছুরির কোপ: ডাবলিন স্কোয়ারের পার্নেল স্কয়ার ইস্টের ঘটনা। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ স্কুল থেকে বেরোচ্ছিল শিশুরা। হঠাৎই তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ৩ সহ ৫ জন আহত হয়েছে। যার মধ্যে রয়েছে এক হামলাকারীও। আর এরপরই বিক্ষোভের আগুনে জ্বলছে ডাবলিন। ঘটনায় আহতদের মধ্যে এক পাঁচ বছরের নাবালিকার জখম গুরতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। এছড়াও এক পাঁচ বছরের ছেলে এবং ছয় বছরের মেয়েও আহত হয়েছে৷ তুলনায় তাদের আঘাত ছিল কম। আহত হন এক যুবতীও।
আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: অন্ধকার সুড়ঙ্গে আশার আলো, শ্রমিকদের উদ্ধারে জোরকদমে চলছে কাজ