Viral Video: 'বিশ্বের টুকরো নয়, শান্তি চাই', রাশিয়া-ইউক্রেন সঙ্কটের প্রতিবাদে একরত্তির বার্তা ভাইরাল
Viral Video: ভিডিওয় একরত্তির আকুল আর্তি চোখে জল এনেছে নেটিজেনদের। খুদেকে আশীর্বাদে ভরিয়েছেন সকলে। সেই সঙ্গে ইউক্রেনের জন্য প্রার্থনাও করেছেন তাঁরা।
নয়াদিল্লি: শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv) নতুন করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাশিয়া-ইউক্রেন সঙ্কট (Russia-Ukraine crisis) ২৪ ফেব্রুয়ারি থেকে গুরুতর আকার ধারণ করেছে। গোটা বিশ্ব এখন শান্তির প্রার্থনা করছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল শান্তির প্রার্থনা করে চলেছেন। তাঁদের একাধিক পোস্টে উঠে আসছে এই আকুতি। যুদ্ধে যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁদের প্রতি সমবেদনাও জানাচ্ছেন সকলে। এরই মধ্যে ভাইরাল হল এক খুদে। সেও শান্তি চায়। ছোট্ট ভিডিওয় গুরুত্বপূর্ণ বার্তা দিল খুদে।
একটি ছোট্ট ভিডিও করে পোস্ট করা হয় 'ব্রিটনি অ্যান্ড লিলি' ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ভিডিওর মাধ্যমে মূল বার্তা, 'আমি পৃথিবীতে শান্তি (Peace) চাই। পৃথিবীর টুকরো (Pieces) চাই না। আমরা সকলে ভাই বোন। যুদ্ধ থামাও।'
'ব্রিটিকিটি' নামের এই হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা এমনিতেই এক মিলিয়নের বেশি। গত ২ দিনে এই ভিডিওয় ভিউ ছাড়িয়েছে ২ মিলিয়ন।
View this post on Instagram
ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'আমরা ইউক্রেন এবং ক্ষতিগ্রস্ত সকল নিরীহ জীবনের জন্য প্রার্থনা করছি।'
ভিডিওয় একরত্তির আকুল আর্তি চোখে জল এনেছে নেটিজেনদের। খুদেকে আশীর্বাদে ভরিয়েছেন সকলে। সেই সঙ্গে ইউক্রেনের জন্য প্রার্থনাও করেছেন তাঁরা। এক নেটিজেন লেখেন, 'রাশিয়ানরাও সকলের জন্য প্রার্থনা করছেন।' অপর একজন লেখেন, 'আমি ইউক্রেনের বাসিন্দা এবং অন্যান্য দেশ থেকে এমন সাপোর্ট পেয়ে আমি আপ্লুত। ধন্যবাদ।'
আরও পড়ুন: Russia Ukraine Crisis: যুদ্ধের মধ্যেই বেলারুশ সীমান্তে ইউক্রেন-রুশ আলোচনা শুরু