Viral Video:রয়্যাল এনফিল্ডের নতুন বাইকে বিস্ফোরণের মতো আগুন, ছুটে পালাল জনতা
Royal Enfield Bike Catches Fire: নতুন রয়্যাল এনফিল্ডের বাইকে ভয়াবহ আগুন চমকে দিল সবাইকে। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়।
Royal Enfield Bike Catches Fire: নতুন রয়্যাল এনফিল্ডের বাইকে ভয়াবহ আগুন চমকে দিল সবাইকে। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। মন্দিরের পাশে থাকা বাইকে হঠাৎই আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যায় বাইকে। ট্যুইটার ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
Royal Enfield Bike Catches Fire: কী থেকে আগুন ?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় একটি মন্দিরের বাইরে পার্ক করা ছিল ওই বাইক। নতুন গাড়ি কেনার পর মাইসুরু থেকে ৩৮৭ কিলোমিটার নন-স্টপ গাড়ি চালিয়ে গুন্তকাল মণ্ডলের নেতিকান্তি অঞ্জনেয়া স্বামী মন্দিরে পৌঁছন বাইকের মালিক। তিনি মন্দিরে ঢোকার পরপরই বাইকে আগুন ধরে যায়। বিস্ফোরণের হলকা দেখে তড়িঘড়ি রাস্তা থেকে সরে যায় লোকজন।
Royal Enfield Bike Catches Fire: কীসে বিস্ফোরণ হয় বাইকে ?
স্থানীয় রিপোর্টে জানা গিয়েছে, রয়্যাল এনফিল্ড বুলেট পেট্রল চালিয়ে মন্দিরে এসেছিলেন বাইকের মালিক। আগুন ধরার পর পেট্রল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। পরে জল ঢেলে বাইকের আগুন নেভানো হয়। তবে কী কারণে নতুন বাইকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। ভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
Viral Video: এই ঘটনা প্রথম নয় !
সম্প্রতি নীল রঙের Ola S1 Pro ই-স্কুটারে আগুন লাগে। পুনেতে একটি রাস্তার পাশে পার্ক করা ছিল সেই স্কুটার। প্রথমে ধোঁয়া বের হলেও পরে বিকট শব্দ হয় স্কুটারে। এরপর দ্রুত আগুন গ্রাস করে ফেলে পুরো গাড়িটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে ওলা(Ola Electric Scooter)। পরবর্তীকালে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় ভেলোরে। সেখানেও বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে একটি ওকিনাওয়া ই-বাইক আগুন লেগে যায়। যার ফলে দুটি প্রাণহানির ঘটনা ঘটে।