Viral Video: বান্ধবীকে স্যুটকেসে ভরে বয়েজ হস্টেলে ঢোকানোর চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গেলেন পড়ুয়া, ভিডিও ভাইরাল
OP Jindal Global University: হরিয়ানার সোনিপত থেকে এই ঘটনা সামনে এসেছে।

সোনিপত: বান্ধবীকে হস্টেলে আনার উপায় ছিল না। ভেবেচিন্তে অভিনব উপায় বের করলেন কলেজ পড়ুয়া তরুণ। স্যুটকেসে ভরলেন বান্ধবীকে। সেই স্যুটকেস টানতে টানতেই ঢুকলেন হস্টেলে। এ পর্যন্ত সব ঠিকঠাক চললেও, নিজের ঘরে ঢোকার মুখে ধরা পড়ে গেলেন তিনি। নিরাপত্তারক্ষী স্যুটকেস খুলতেই বেরিয়ে এলেন এক তরুণী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। (Viral Video)
হরিয়ানার সোনিপত থেকে এই ঘটনা সামনে এসেছে। সোনিপতের ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটিতে ছেলেদের হস্টেলে এই ঘটনা ঘটে। বেশ কিছু দিন আগেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে ছেলেটির এক সহপাঠী বিষয়টি ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ সেটি শেয়ার করেছেন। (OP Jindal Global University)
ভিডিও-য় দেখা গিয়েছে, হস্টেলের লবিতে এক তরুণীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের কথা কাটাকাটি চলছে। একটি স্যুটকেসকে ঘিরেই বিবাদ চলছে। আরও বেশ কয়েক জন দাঁড়িয়ে রয়েছেন সেখানে। হঠাৎ ঝুঁকে স্যুটকেসের চেন খুলে দেন এক নিরাপত্তারক্ষী। আর তাতেই ভিতর থেকে বেরিয়ে আসেন এক তরুণী, যা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলেই।
क्या गजब-गजब आइडिया ढूंढकर लाते हैं प्रेम दीवाने.. ये वीडियो देखिए.. नोएडा की एक प्रसिद्ध यूनिवर्सिटी के हॉस्टल का है.. यूनिवर्सिटी में पढ़ने वाला एक छात्र सूटकेस के साथ बॉयज हॉस्टल में दाखिल हुआ. सूटकेस को पहियों पर घसीटते हुए छात्र कॉरिडोर से गुजर रहा था तभी सूटकेस में बंप के… pic.twitter.com/uP08xmVaOH
— Vivek K. Tripathi (@meevkt) April 12, 2025
সংবাদমাধ্যমের তরফে ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করলে, তাদের জনসংযোগ আধিকারিক বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, “আমাদের পড়ুয়ারা ‘দুষ্টুমি’ করছিল। আমাদের নিরাপত্তারক্ষীরা বেশ কঠোর। তাই ওই পড়ুয়া ধরা পড়ে গিয়েছে। তেমন কোনও বড় ব্যাপার নয়। এ নিয়ে কোনও অভিযোগও দায়ের হয়নি।”
অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, আগামীতে পদক্ষেপ করা হবে কি না, তাও জানাননি তিনি। তবে ভিডিওটি সামনে আসতেই শেরগোল পড়ে গিয়েছে। স্যুটকেসে ভরে বান্ধবীকে হস্টেলে ঢোকানোর চেষ্টা অভিনব বলে মত নেটিজেনদের একাংশের। কেউ কেউ যদিও অভিযুক্ত পড়ুয়া এবং ওই তরুণী, দু’জনের আচরণেরই সমালোচনা করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
